সন্দীপ সরকার ও হিন্দোল দে, কলকাতা: কলকাতা লেদার কমপ্লেক্সে (Kolkata Leather Complex) অচলাবস্থা। ত্রিপল খাটিয়ে ট্যানারস্ অ্যাসোসিয়েশনের গেট আটকে বিক্ষোভ চলছে ১১ দিন ধরে। ট্যানারস্ অ্যাসোসিয়েশনের গেট মুড়ে ফেলা হয়েছে তৃণমূল (TMC) ও তৃণমূলের শ্রমিক সংগঠন INTTUC-র ঝান্ডায়। ঘটনার সূত্রপাত চলতি মাসের শুরুতে। 


সাফাই অভিযানে অংশ নিতে অস্বীকার এবং মত্ত অবস্থায় ডিউটি করার অভিযোগে ৪ কর্মচারীকে সাসপেন্ড (Worker Suspend) করে কলকাতা লেদার কমপ্লেক্স ট্যানারস্ অ্যাসোসিয়েশন। এরপর, ট্যানার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে INTTUC কর্মীদের বচসায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সাসপেন্ড হওয়া ৪ জন শ্রমিক-সহ ১২ জনের বিরুদ্ধে কলকাতা লেদার কমপ্লেক্স থানায় লিখিত অভিযোগ দায়ের করে ট্যানার্স অ্যাসোসিয়েশন। এদিকে, গেট আটকে অবস্থান বিক্ষোভে বসে আইএনটিটিইউসি (INTTUC)। 


শুক্রবার, ট্যানার্স অ্যাসোসিয়েশনের তরফে বলা হয়, এই আন্দোলনে ইন্ধন জোগাচ্ছে বহিরাগতরা। কলকাতা লেদার কমপ্লেক্স (Kolkata Leather Complex) ট্যানারস্ অ্যাসোসিয়েশনের জয়েন্ট সেক্রেটারি শাহিদ পারভেজের কথায়, বহিরাগতরা আন্দোলনে উস্কানি দিচ্ছে। উস্কানির জেরেই অচলাবস্থা, কাজকর্ম বন্ধ । মদত দিচ্ছে বহিরাগতরা। আমরা পুলিশকে জানিয়েছি। চিফ সেক্রেটারিকে জানিয়েছি। পুলিশ কমিশনারকে জানিয়েছি। মুখ্যমন্ত্রীকে (CM Mamata Banerjee) জানাব সমাধান না হলে ।


এ দিকে, ক্যানিং পূর্বের তৃণমূল (TMC) বিধায়ক সওকত মোল্লার ফেসবুকে দেখা যাচ্ছে, দিনপাঁচেক আগে আন্দোলনমঞ্চে গিয়ে বক্তব্য রাখেন তিনি । সঙ্গে ছিলেন ভাঙড়ের তৃণমূল নেতা (TMC Leader) কাইজার আহমেদ । 


যদিও, শুক্রবার কলকাতা লেদার কমপ্লেক্স ট্যানারস্ অ্যাসোসিয়েশনের অভিযোগের পর এবিষয়ে কোনও কোনও মন্তব্য করতে চাননি ভাঙড়ের দায়িত্বপ্রাপ্ত ও ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক সওকত মোল্লা। তবে, ভাঙড়ের তৃণমূল নেতা কাইজার আহমেদের হুঁশিয়ারি, আগামী দিনে আরও বড় আন্দোলন হবে। 


ভাঙড়ের তৃণমূল নেতা (TMC Leader) কাইজার আহমেদের কথায়, অনৈতিকভাবে ছাঁটাই করা হয়েছে। ১৫দিন পর ওখানে যাই। জানতে পারি সমপূর্ণ অনৈতিকভাবে তাঁদের ছাঁটাই করা হয়েছে। ম্যানেজমেন্টের স্বৈরাচারী লোক সেটা করেনি। সংগঠিত করে সরকারকে ভুল বোঝানোর চেষ্টা করছে । নিজেদের দোষ ঢাকতে আমাদের দোষী করছে ।  এই পরিস্থিতিতে, কলকাতা  লেদার কমপ্লেক্স (Kolkata Leather Complex) ট্যানারস্ অ্যাসোসিয়েশনের আশঙ্কা । অচলাবস্থা দ্রুত না কাটলে তার প্রভাব পড়বে বানতলা চর্মনগরীর বিনিয়োগের উপর । 


আরও পড়ুন: Tapsia Fire: তপসিয়ায় রাসায়নিক কারখানায় আগুন, ঘটনাস্থলে দমকলের ৭টি ইঞ্জিন