আবির দত্ত, কলকাতা: বিশ্বকর্মা পুজোর (Vishwakarma Puja) দিন মর্মান্তিক দুর্ঘটনা (Tragic Incident)। ছাদে ঘুড়ি ওড়াতে (Kite) উঠে নীচে (fall) পড়ে মৃত্যু (death) হল যুবকের (youth)। সিঁথির ফুলবাগান (Sinthi Phoolbagan Area) এলাকার ঘটনা। সিসি ক্যামেরায় ধরা পড়েছে দুর্ঘটনার মুহূর্তের ছবি। 


কী ঘটেছিল?
পুজোর দিন। রাস্তায় কয়েকজন দাঁড়িয়ে কথা বলছিলেন। আচমকাই, কয়েক হাত দূরে আছড়ে পড়লেন এক যুবক। একবার ওঠার চেষ্টা করেছিলেন, কিন্তু পারলেন না। কিছুক্ষণের মধ্যেই সব শেষ। গোটাটাই ধরা পড়ল সিসি ক্যামেরায় যা দেখে শিউরে উঠেছেন অনেকেই। আপাতত যা জানা গিয়েছে, তাতে এটাই উঠে এসেছে যে বিশ্বকর্মা পুজোর দিন ঘুড়ি ওড়াতে গিয়েই ছাদ থেকে পড়ে মৃত্য়ু হল যুবকের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে সিঁথির ফুলবাগানে। স্থানীয় সূত্রে খবর, নিহতের নাম ৩৪ বছরের সাগর যাদব। তিনি আদতে ব্যারাকপুরের বাসিন্দা। শনিবার ফুলবাগানে এক পরিচিতের বাড়িতে ঘুড়ি ওড়াতে এসেছিলেন। চিলেকোঠার ছাদে তিনি কয়েকজন বন্ধু সঙ্গে ঘুড়ি ওড়াতে উঠেছিলেন। পুলিশ সূত্রে খবর, অসাবধানে ওই যুবক ছাদ থেকে পড়ে যান। তাঁকে আর জি কর হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। ঘটনার কথা জানালেন প্রত্যক্ষদর্শী এক বাসিন্দা। বললেন, 'চিলেকোঠার ছাদে ঘুড়ি ওড়াতে উঠেছিলেন। পা পিছলে নিচে পড়ে যায়। আপাতত অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে সিঁথি থানা।


প্রশ্ন যেখানে...
কিন্তু এখনই বিষয়টি দুর্ঘটনা হিসেবে দেখতে নারাজ পুলিশের একাংশ। নেপথ্য়ে অন্য কোনও কারণ রয়েছে কিনা, সেটাও খতিয়ে দেখতে চায় তারা। উল্লেখ্য, গত বছরও ঘুড়ি ওড়ানো নিয়ে মর্মান্তিক ঘটনার সাক্ষী ছিল বরানগর। সে বার বরানগরের নপাড়ায় বাবা-ছেলেকে চারতলার ছাদ থেকে ঠেলে ফেলে দেওয়ার অভিযোগ উঠল মত্ত প্রতিবেশীর বিরুদ্ধে। স্থানীয় সূত্রে খবর, বিশ্বকর্মা পুজোয় বাড়ির ছাদে ঘুড়ি ওড়াচ্ছিলেন সুকদেব ও সুশান্ত হালদার। অভিযোগ, ছাদে উঠে ঘুড়ি ওড়াতে চায় মত্ত প্রতিবেশী। এই নিয়ে বচসার জেরে বাবা ও ছেলেকে ছাদ থেকে ঠেলে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ। মাথা, বুক ও শরীরের বিভিন্ন অংশে মারাত্মক আঘাত নিয়ে হাসপাতালে চিকিত্সাধীন বাবা ও ছেলে। এই ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে বরানগর থানার পুলিশ। ধৃতের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের চেষ্টার মামলা রুজু হয়েছে।


পুজোর সামগ্রী বের করে ক্লাবের দরজায় তালা, দক্ষিণ দমদমের অশান্তিতে অভিযুক্ত প্রাক্তন তৃণমূল কাউন্সিলর