কলকাতা: লোকসভা ভোটের আগে বিজেপির (BJP) পাখির চোখ দমদম (Dumdum)। কেন্দ্রের দায়িত্বে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া (Jyotiraditya Scindia), খবর সূত্রের। ২১ জুলাই আসছেন কলকাতায়, থাকবেন ২৩ পর্যন্ত।  


বিজেপির পাখির চোখ দমদম: ২০২৪- এ লোকসভা নির্বাচন। রাজের লোকসভা আসনগুলির মধ্যে দমদমকে পাখির চোখ করেছে বিজেপি। সূত্রের খবর, দমদম কেন্দ্রের দায়িত্ব দেওয়া হয়েছে অসামরিক বিমান পরিবহণমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে। তিনি আগামী ২১ জুলাই কলকাতায় আসছেন। ২৩ জুলাই পর্যন্ত থাকবেন। এই তিন দিনে ওই লোকসভা কেন্দ্রে বিজেপির প্রাথমিক প্রস্তুতি খতিয়ে দেখবেন। ২০১৯-এর লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে জয়ী হয়েছিলেন তৃণমূলের সৌগত রায়।






তিন দিনের বঙ্গ সফরের প্রথম দিন ২১ জুলাই। ওই দিন শহিদ দিবস পালন করবে তৃণমূল, সেদিনই কলকাতায় এসে পৌঁছবেন তিনি। ২১ থেকে ২৩ জুলাই তিন দিনই থাকবেন দমদমে। কিন্তু কেন হঠাৎ দমদমের দায়িত্ব দেওয়া হল জ্যোতিরাদিত্য সিন্ধিয়া? বিজেপি মনে করছে গত লোকসভা নির্বাচনে যে আসনগুলোতে তারা জিততে পারেনি, সেই আসনগুলো পুনরুদ্ধার করার জন্য এবার তাদের ঝাঁপাতে হবে। এর মধ্যে কোন কোন আসন গুরুত্বপূর্ণ, এবং কোন কোন আসন তারা পেতে পারে সেই সম্ভবনা দেখে, সেই সব কেন্দ্রে সর্বশক্তি দিয়ে লড়াই করতে চাইছে। যেমন হাওড়ার দুটি লোকসভা কেন্দ্রের দায়িত্ব দেওয়া হয়েছে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানিকে। অতীতে দমদম লোকসভা কেন্দ্র থেকে পরপর দুবার জিতেছে বিজেপির লোকসভা প্রার্থী তপন সিকদার। যদিও দুবারের নির্বাচনেই তৃণমূল কংগ্রেসের সমর্থন ছিল। এই কেন্দ্র উর্বর জমি বলেই মনে করছে বিজেপি। তাই জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে সামনে রেখেই লড়াইয়ে নামতে চাইছে গেরুয়া শিবির।


আরও পড়ুন: NIRF Rankings 2022 : দেশের সেরা কলেজের তালিকায় নবম স্থানে বেলুড় রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির