ভাস্কর ঘোষ, হাওড়া: কেন্দ্রের র্যাঙ্কিংয়ে দেশে সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজগুলির মধ্যে নবম স্থানে রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির। বেলুড় মঠ রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরের (Belur Ramakrishna Mission Vidyamandir) অধ্যক্ষ স্বামী মহাপ্রজ্ঞানন্দ এই সাফল্যের জন্য ছাত্রদের অবদানের কথা উল্লেখ করেছেন। রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরের এই সাফল্য দেখে তাঁরা খুব আনন্দিত।
শীর্ষে যাদবপুর, দুইয়ে কলকাতা: কেন্দ্রীয় সরকারের র্যাঙ্কিং - এ রাজ্য সরকার পরিচালিত বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে দেশের সেরা যাদবপুর (Jadavpur University)। দ্বিতীয় স্থানে রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয় (Calcutta University)। দ্য ন্যাশনাল ইনস্টিটিউশনাল র্যাঙ্কি ফ্রেমওয়ার্কের তালিকা প্রকাশ করেছে কেন্দ্র। তাতে দেশের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় ৪ নম্বরে যাদবপুর। ৮ নম্বরে কলকাতা বিশ্ববিদ্যালয়। যদিও যাদবপুর কলকাতার আগে তালিকায় থাকা বিশ্ববিদ্যালয়গুলি কেন্দ্রীয় শিক্ষাপ্রতিষ্ঠান। সেরা কলেজের তালিকায় ৮ নম্বরে রয়েছে কলকাতার সেন্ট জেভিয়ার্স। গবেষণা প্রতিষ্ঠানের মধ্যে ৫ নম্বরে খড়গপুর IIT। দেশের সেরা মেডিক্যাল কলেজ দিল্লির এইমস। সার্বিকভাবে দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠান আইআইটি মাদ্রাজ। সেরা বিজনেস স্কুল আইআইএম আমদাবাদ। এসএসকেএমের IPGMER দেশের সব মেডিক্যাল শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে ২১তম স্থানে রয়েছে। পূর্বাঞ্চলে রয়েছে দ্বিতীয় স্থানে। আর রাজ্যের মধ্যে প্রথম স্থানে।
শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রীর: রাজ্যের একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের সাফল্যে স্বভাবতই উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী। ট্যুইটারে তিনি লিখেছেন, "সরকারি সাহায্যপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে সেরা যাদবপুর, কলকাতা বিশ্ববিদ্যালয়। এনআইআরএফ র্যাঙ্কিং অনুযায়ী দেশের মধ্যে প্রথম ও দ্বিতীয় স্থানে যাদবপুর, কলকাতা। কলেজগুলির মধ্যে অষ্টম স্থানে সেন্ট জেভিয়ার্স। এই তথ্য জেনে আমি গর্বিত।" শিক্ষা জগতের সবাইকে এবং পড়ুয়াদের অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
Education Loan Information:
Calculate Education Loan EMI