অমিতাভ রথ, ঝাড়গ্রাম: কেন্দ্রীয় প্রতিনিধি দলের সামনেই বিজেপি কর্মীদের ওপর চড়াও হওয়ার অভিযোগ উঠল তৃণমূল নেতা, কর্মীদের বিরুদ্ধে। শুক্রবার ঝাড়গ্রাম (Jhargram) জেলার বিনপুর ২ ব্লকের সন্দা পাড়া অঞ্চলের লোধাসুলি গ্রামে পঞ্চায়েতের বিভিন্ন প্রকল্পের কাজকর্ম খতিয়ে দেখার জন্য কেন্দ্রীয় প্রতিনিধি দল যায়। সেখানেই কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যদের কাছে বিজেপি কর্মীরা অভিযোগ জানাতে গেলে সেখানেই তৃণমূল কর্মীরা না কি তাঁদের ওপর হামলা চালায়।
বেলপাহাড়ি তৃণমূল ব্লক সভাপতির দিকে অভিযোগের তির
বেলপাহাড়ি তৃণমূল ব্লক সভাপতি ও তাঁর দলবদলের দিকে অভিযোগের তির উঠেছে। তাঁরা না কি বিজেপি কর্মীদের ওপর চড়াও হয়েছে। বিজেপির ঝাড়গ্রাম জেলা কমিটির সদস্য কাঞ্চন সিংহ কে মারধর করা হয় বলে অভিযোগ। পরে কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ফলে যথেষ্ট উত্তেজনা ছড়িয়ে পড়ে। ওই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় বেলপাহাড়ি থানার পুলিশ। ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। তবে ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট উত্তেজনা রয়েছে। যার ফলে ঘটনাস্থলে রয়েছে পুলিশ। তবে যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
হরিণঘাটার বিজেপি বিধায়কের হুমকি
সাম্প্রতিকালে একাধিক ইস্যুতে তিনি সরব হয়েছেন। রাজ্যের বিভিন্ন বিষয় নিয়ে প্রতিবাদ করতে তিনি 'হাতিয়ার' করেছেন গানকে। এবার তাঁর রাজনৈতিক মোকাবিলার 'নিদান' নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। একটি বোমা মারলে ১০টি বোমা মারার ক্ষমতা আছে বলে মন্তব্য করেন হরিণঘাটার বিজেপি বিধায়ক।
কী বললেন বিজেপি বিধায়ক ?
বাগদায় বিজেপির উদ্বাস্তু সেলের একটি পথসভায় তিনি বলেন, "ওরা যদি একটা বোমা মারতে চায়, তাহলে ১০টা বোমা মারার ক্ষমতা আছে। আমরা বোমা মারব না। কিন্তু, তোমরা মারতে আসলে আমরা ছাড়ব না। আমি বাড়িতে সাপের পুজো করে রেখেছি, কিন্তু সাপ কামড়াতে এলে কি আমি বসে থাকব ? সাপের পুজো করি, সিংহের পুজো করি, ইঁদুরের পুজো করি, রাজহাঁসের পুজো করি, ময়ূরের পুজো করি। আমরা পুজো দেব তোমাদের, তোমরা ভোটটা ভাল করে করে দাও। যার যেখানে ভাল লাগবে সে সেখানে ভোট দেবে। জনগণের ভোটাধিকার ফিরিয়ে দাও। সরকার হবে বাই দ্য পিপল, অফ দ্য পিপল, ফর দ্য পিপল।"