সন্দীপ সরকার, কলকাতা: ১৯৭১-এ কলেরা যখন মহামারির আকার নিয়েছিল, সেইসময় Oral Rehydration Solution বা ORS তৈরি করে সাড়া ফেলে দিয়েছিলেন বাঙালি গবেষক-চিকিৎসক দিলীপ মহলানবীশ। আজ আর তিনি নেই। তবে দেশের মধ্যে প্রথমবার কলেরার টিকার পথ চলা শুরু হতে চলেছে মহলানবীশের বাংলা থেকেই। রাজ্যের বুকে শুরু হচ্ছে কলেরার টিকার (cholera vaccine in WB) ক্লিনিক‍্যাল ডেমনস্ট্রেশন। 


রাজ্য স্বাস্থ্য দফতর এবং কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সংস্থা নাইসেডের (NICED) যৌথ উদ্যোগে কলেরার টিকা পৌঁছবে, রাজ্যের কলেরা প্রবণ এলাকা গুলিতে। দক্ষিণ কোরিয়ার (South Korea) এক সংস্থার তৈরি করা কলেরার এই ভ্যাকসিনের নাম Euvichol. এটি একটি ওরাল ভ্যাকসিন (Oral Vaccine)। ফলে এখানে সিরিঞ্জ অর্থাৎ সুঁচ ফোটানোর প্রয়োজন নেই। দুটি ডোজ। প্রথম ডোজ নেওয়ার পর এক থেকে ছয় সপ্তাহের মধ্যে দেওয়া হবে দ্বিতীয় ডোজ। প্রাথমিক পর্যায়ে মোট ৩০ হাজার মানুষকে এই ভ্যাকসিন খাওয়ানো হবে। নাইসেড সূত্রে খবর, টিকার কার্যকারিতা যাচাইয়ের জন্য বর্ষার আগেই দেওয়া হবে প্রথম ডোজ। প্রস্তুতকারী সংস্থার থেকে এই ভ্যাকসিন কিনবে কেন্দ্রীয় সরকার। নাইসেডের থেকে টিকা পাবে কলকাতা পুরসভা। পুরসভার স্বাস্থ্য কেন্দ্রগুলি থেকেই এই টিকা দেওয়া হবে বাসিন্দাদের। 


এই টিকা কলেরাপ্রবণ এলাকা গুলিতে যথেষ্ট কার্যকরী হবে বলে আশাবাদী নাইসেডের অধিকর্তা শান্তা দত্ত। তিনি জানিয়েছেন, আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার বেশ কয়েকটি দেশে বিশ্বস্বাস্থ্য সংস্থার উদ্যোগে এই ভ্যাকসিন কলেরাপ্রবণ এলাকায় সফলভাবে মানুষকে দেওয়া হয়েছে। নাইসেড আধিকর্তার মতে, 'গাঙ্গেয় পশ্চিমবঙ্গের অনেক এলাকা কলেরা প্রবণ। তাই কলেরা টিকার ক্লিনিক‍্যাল ডেমনস্ট্রেশনের জন্য বাংলাকে বেছে নেওয়া হয়েছে।' নাইসেডের তরফে স্বাস্থ্য দফতরকে লিখিতভাবে জানানো হয়েছে বিষয়টা। বাংলায় এই টিকার ক্লিনিক্যাল ডেমনস্ট্রেশন সফল হলে, ওড়িশা, তামিলনাড়ু, কর্ণাটকের মতো বাকি কলেরাপ্রবণ রাজ্যগুলোয় এই ভ্যাকসিন ব্যবহারের পরিকল্পনা রয়েছে স্বাস্থ্য মন্ত্রকের। জানিয়েছেন নাইসেড অধিকর্তা শান্তা দত্ত। 


বছর দুয়েক আগে উত্তর কলকাতা ও উত্তর শহরতলির একাধিক এলাকায় কলেরা আক্রান্তদের হদিশ মিলেছিল। উত্তর ২৪ পরগনার কামারহাটি অঞ্চলে কলেরার সংক্রমণের জেরে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল অনেককে!এই প্রেক্ষাপটে স্বাস্থ্য দফতর সূত্রের দাবি, কলকাতা পুরসভা এলাকার, ট্যাংরা, তপসিয়া, তিলজলা, রাজাবাজার, বেলেঘাটা, পার্ক সার্কাস-সহ বেশকিছু অঞ্চলে এই ট্রায়াল হবে।


আরও পড়ুন: ছেলের পোশাক দেখে চিনলেন বাবা! রূপনারায়ণে নৌকাডুবিতে উদ্ধার আরও ২ জনের দেহ