কলকাতা: কেন্দ্র (centre)অর্থ দিচ্ছে না। বিভিন্ন প্রকল্প (project) খাতে বরাদ্দও কমেছে বলে অনুযোগ মুখ্যমন্ত্রীর (CM)। কিন্তু এত টানাটানির মাঝেই পুজো কমিটিগুলির বরাদ্দ (Grant)বাড়ালেন তিনি। ৫০ হাজার টাকা থেকে পুজো বাবদ সরকারি অনুদানের পরিমাণ ৬০ হাজার টাকা করা হচ্ছে বলে সোমবারের বৈঠকে ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের (mamata banerjee)।


কী বললেন?
নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পুজো উদ্যোক্তাদের সঙ্গে বৈঠকে তৃণমূলনেত্রী বলেন, 'পুজো করতে গেলে খরচ তো আছেই। কেন্দ্র আমাকে পয়সা দিচ্ছে না। একশো দিনের কাজের টাকাই নেই। সব প্রকল্পের বরাদ্দ কমিয়ে দিয়েছে।' তা সত্ত্বেও বিশ্বের অন্যতম সেরা উৎসব যাতে কোনও ভাবে ধাক্কা না খায়, সে জন্য একাধিক ব্যবস্থার কথা বলেন তিনি। কী সেগুলি? মুখ্যমন্ত্রী জানান, বিদ্যুৎ সরবরাহকারী সংস্থাগুলি যাতে ছাড়ের পরিমাণ ৫০ শতাংশ থেকে বাড়িয়ে ৬০ শতাংশ করে সে ব্যাপারে কথা বলবেন। সঙ্গে মনে করান, বিজ্ঞাপন বাবদে কোনও কর দিতে হয় না। উদ্যোক্তাদের সুবিধার জন্যও অনলাইনে আবেদনেরও ব্যবস্থা করেছে প্রশাসন। এর পরই সরকারি অনুদানের প্রসঙ্গে বলেন, 'গত বার কত দিয়েছিলাম? আমার ভাঁড়ার শূন্য। মা দুর্গা ভাঁড়ার ভর্তি করবেন আশা করি। তাই আমাদের কষ্ট থাকা সত্ত্বেও ৫০ হাজার টাকাকে ৬০ হাজার টাকা করে দিলাম।' উদ্যোক্তাদের কাছে মমতার আর্জি, বিদেশি অতিথিদের যেন কোনও অসুবিধা না হয়, কেউ অসুস্থ হলে যাতে সহজে হাসপাতালে ভর্তি করা যেতে পারে, আগুন লাগলে বা কোথাও কোনও এলাকায় অসুবিধা হলে যাতে দ্রুত প্রশাসনের কাছে খবর যায় সেই দিকে খেয়াল রাখতে হবে।


মিছিলের খুঁটিনাটি...
এদিন ১ সেপ্টেম্বর একটি মিছিলের নীল নকশা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। জানান, বেলা ২টো থেকে মিছিল শুরু হবে। জোড়াসাঁকা ঠাকুরবাড়ি থেকে রানি রাসমণি অ্যাভিনিউ ধরে ধর্মতলা পর্যন্ত যাওয়ার কথা সেটির। তাতে সামিল হতেই পুজো উদ্যোক্তাদের আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সঙ্গে আর্জি, একাদশ-দ্বাদশের পড়ুয়াদেরও যেন নিয়ে আসা হয় যাতে এই ঐতিহ্য তারাও পড়ে ধরে পারে। মোট ৪-৫ কিলোমিটার রাস্তা হাঁটবেন মিছিলে অংশগ্রহণকারীরা। যে যেমন চান, তেমন ভাবে আসতে পারেন। ‘রঙিন পোশাক-ছাতা নিয়ে মিছিল হতে পারে’, বলেন মুখ্যমন্ত্রী। তবে শর্ত একটাই, মিছিল যেন রঙিন হয়। জানিয়েছেন মমতা। তাঁর কথায়, 'কেমন ভাবে পুজো করেন, তা দেখতে বিদেশ থেকে প্রতিনিধিরা আসবেন। মিছিল দেখতে থাকবেন ইউনেস্কোর প্রতিনিধিরাও।’ তাঁদের যেন কোনও অসুবিধা না হয়, সে দিকে নজর রাখার কথাও এদিন নেতাজি ইন্ডোরে হাজির পুজো কমিটির উদ্যোক্তাদের বলেন তৃণমূলনেত্রী। ১ সেপ্টেম্বরের মিছিলের জন্য দুপুর ১টার মধ্যে যাতে অফিস বন্ধ হয়ে যায়, সেটাও দেখার কথা বলেন তিনি।


আরও পড়ুন:আজ আবার অনুব্রতর মেডিক্যাল টেস্ট, নিজামে ফিরে জেরা