রানাঘাট : পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) প্রাক্কালে রাজ্যজুড়ে উদ্ধার হচ্ছে বোমা, বন্দুক, অস্ত্র। নির্বাচনের কয়েকমাস আগে রাজ্যে মজুত বারুদের বহর দেখে রীতিমতো আতঙ্কিত রাজ্যবাসী। যা নিয়ে জারি রয়েছে রাজনৈতিক তরজাও। এর মাঝেই রানাঘাটের প্রশাসনিক সভা থেকে গুরুতর অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।


নদিয়া সফরের মাঝে প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) অভিযোগ, উত্তরবঙ্গকে অশান্ত করার চেষ্টা চলছে। যার জন্য বিহার সীমান্ত দিয়ে অস্ত্র পাচার করা হচ্ছে রাজ্যে। যে জন্য পুলিশকে নাকা তল্লাশি বাড়ানোর নির্দেশও দিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান।


'উত্তরবঙ্গকে ছত্রভঙ্গ করার চেষ্টা'


রানাঘাটের প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, 'উত্তরবঙ্গকে অশান্ত করতে সীমান্ত থেকে অস্ত্র আসছে। উত্তরবঙ্গকে ছত্রভঙ্গ করতে বিহার থেকে অস্ত্র আসছে। বিহার থেকে ১ হাজার টাকায় অস্ত্র ঢুকছে, ওপার থেকেও অস্ত্র ঢুকছে। উত্তরবঙ্গে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে’। যার পরই পুলিশ-প্রশাসনকে কড়া নজর রাখার নির্দেশ দিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন, 'নাকা তল্লাশি বাড়াতে হবে, কড়া নজর রাখতে হবে'। 


তৃণমূলকে নিশানা বিরোধীদের


মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মন্তব্যের পরই রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস ও রাজ্য প্রশাসনকে তীব্র আক্রমণ শানিয়েছে বিরোধীরা। বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেছেন, 'রাজ্যে যদি অস্ত্র ঢোকে তাহলে তার দায় কার ? অস্ত্র নিয়ে কারা আসছে সেটা তো রাজ্যের পুলিশ-প্রশাসন দেখবে। আর রাজ্যজুড়ে যাবতীয় যা অস্ত্র উদ্ধার হচ্ছে সবের সঙ্গেই তো তৃণমূল কংগ্রেসের নাম জড়িয়ে। আসলে তৃণমূলে মুষলপর্ব শুরু হয়ে গিয়েছে, সবাই সবার দিকে বন্দুক তাক করছে।'


সিপিএম নেতা শমীক লাহিড়ির আক্রমণ, 'মুখ্যমন্ত্রী কথা যদি সত্যি হয় তাহলে কত অস্ত্র উদ্ধার হয়েছে? ক'জন গ্রেফতার হয়েছে ? আরএসএস উত্তরবঙ্গকে অশান্ত করার চেষ্টা করছে এটা সত্যি, তবে রাজ্যের সমস্ত সমাজবিরোধী কাজে তৃণমূল জড়িত।' কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য বলেছেন, 'এ তো মারাত্মক অভিযোগ। যদি সত্যি এমনটা হয় তাহলে মুখ্যমন্ত্রী কি কেন্দ্রকে জানিয়েছেন? আর যদি জানিয়ে থাকেন তাহলে কেন্দ্র কী ব্যবস্থা নিয়েছে সেটা পশ্চিমবঙ্গবাসীর জানা উচিত। শুধু রাজনীতির স্বার্থেই যে অভিযোগ করা হচ্ছে না সেটা তাহলেই বোঝা যাবে।'


সবমিলিয়ে মুখ্যমন্ত্রীর বিস্ফোরক অস্ত্র-অভিযোগ ঘিরে শুরু হয়েছে তুমুল রাজনৈতিক চাপানউতোর।


আরও পড়ুন- কর্নাটকের পর লক্ষ্য বাংলা, ডিসেম্বরে সাম্প্রদায়িক অশান্তির আশঙ্কা! মমতার নিশানায় বিজেপি