কলকাতা: আজ ফের বৃষ্টি-ধসে বিপর্যস্ত উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। উত্তরবঙ্গে যাওয়ার আগে কলকাতা বিমানবন্দর থেকে বড় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রী বলেন, 'আমাকে একটা রিভিউ মিটিং করতে হবে। শুক্রবার কলকাতায় ফিরে আসব। উত্তরবঙ্গ বিপর্যয়ে যাঁরা ভাল কাজ করেছেন, তাঁদের পুরস্কার দেব। বাড়ছে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের সময়। ৩১৭০০ ক্যাম্প করার টার্গেট রয়েছে, ২৮৩০০ ক্যাম্প করা হয়েছে। বিপর্যয়ে যাঁদের নথিপত্র হারিয়ে গিয়েছে, সেগুলি করিয়ে দেওয়া হবে। তিনধারিয়া দিয়ে দার্জিলিং যাওয়া যাচ্ছে, পাঙ্খাবাড়ি দিয়েও যাওয়া যাচ্ছে। মিরিকের অস্থায়ী ব্রিজ ৭-৮ দিনের মধ্যেই তৈরি হয়ে যাবে।'
কলকাতা থেকে বিশেষ বিমানে আলিপুরদুয়ারের হাসিমারার উদ্দেশে রওনা দেবেন তিনি। সেখানে নীলপাড়া রেঞ্জ ফরেস্ট কমিউনিটি হলে বৃষ্টি-ধসে বিপর্যস্ত পাহাড়ে ত্রাণ ও পুনর্বাসন নিয়ে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই তিনি প্রশাসনিক কর্তাদের ক্ষয়ক্ষতি সংক্রান্ত রিপোর্ট তৈরির নির্দেশ দিয়েছেন। দার্জিলিঙেও যাবেন মুখ্যমন্ত্রী। মিরিক ও অন্যান্য ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাওয়ারও কথা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের।
অপরদিকে, প্রকৃতির রুদ্র রোষে বিধ্বস্ত উত্তরবঙ্গ, দিকে দিকে ধ্বংসের ছবি, শুক্রবার ধস-বিধ্বস্ত মিরিকে যান, দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্ত। গোপালধারা চা বাগানে স্থানীয়দের সঙ্গে কথা বলার সময় তিনি জানতে পারেন, সেখানে, হর ঘর জল প্রকল্পে, পাইপলাইনের কাজ সম্পূর্ণ হলেও, কল থেকে জল পড়ে না। এরপরই তা নিয়ে তিনি কটাক্ষ ছুড়ে দেন।
দার্জিলিং বিজেপি সাংসদ রাজু বিস্ত বলেন, ১০০% দার্জিলিঙে দেখবেন, জলের পাইপ লাগানো আছে। কিন্তু পানীয় জল নেই। বন দফতর পাইপ নিয়ে যাওয়ার জন্য় অনুমতি দিচ্ছে না। অদক্ষ ঠিকাদারদের কাজ দেওয়া হয়েছে। সব থেকে বড় কথা, পশ্চিমবঙ্গ সরকারের ইচ্ছাশক্তি নেই। শুধু দার্জিলিং জেলার কথা বলছি, ২ হাজার ৫০০ কোটি টাকা গ্রামীণ ক্ষেত্রে 'হর ঘর জল' প্রকল্পের জন্য় মিলেছে। সব টাকা খরচ হয়ে গেছে। মানুষ জল পাচ্ছে না। আমি বহুবার মুখ্যমন্ত্রী ও প্রশাসনকে চিঠি পাঠিয়েছি, তবুও কোনও পদক্ষেপ নেওয়া হয়নি।
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)