কলকাতা: দলে গোষ্ঠীদ্বন্দ্বে নিয়ে মুখ খুললেন বিধায়ক তাপস চট্টোপাধ্য়ায়। 'দলে যদি শৃঙ্খলা না থাকে, তাহলে সেই দল এগোতে পারে না। দলে গোষ্ঠীদ্বন্দ্ব থাকতেই পারে, সেটা বাইরে প্রকাশ করা ঠিক নয়', বিজয় সম্মিলনীতে এসে দলীয় কর্মীদের বার্তা রাজারহাট-নিউটাউনের তৃণমূল বিধায়ক তাপস চট্টোপাধ্যায়ের।
আরও পড়ুন, রবির সকালে ফের হলুদ সতর্কতা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ! বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস এই ৭ জেলায়
দলে গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে মুখ খুললেন রাজারহাট-নিউটাউনের তৃণমূল বিধায়ক তাপস চট্টোপাধ্য়ায়। বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে গিয়ে বললেন, দলে যদি শৃঙ্খলা না থাকে, তাহলে সেই দল এগোতে পারে না। দলে বন্ধুত্বপূর্ণ ঝগড়া হতেই পারে। কিন্তু বিজেপি বা বিরোধীদের সঙ্গে ঝগড়া কখনও বন্ধুত্বপূর্ণ হতে পারে না। দলে গোষ্ঠীদ্বন্দ্ব থাকতেই পারে, সেটা বাইরে প্রকাশ করা ঠিক নয়। বিজয় সম্মিলনীতে দলীয় কর্মীদের বার্তা দেন রাজারহাট-নিউটাউনের তৃণমূল বিধায়ক তাপস চট্টোপাধ্যায়। ভাইরাল হয়েছে ভিডিও। প্রচারের আলোয় আসার জন্য এই ধরনের বিবৃতি, পশ্চিমবঙ্গবাসীর কাছে এসবের কোনও প্রভাব নেই, প্রতিক্রিয়া বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যর।
প্রসঙ্গত, যদি একটা পার্টি খেলা আর মেলার মধ্য়ে চলে যায়, তার পলিটিক্যাল সেন্সটা চলে যায়। বরানগরে বিজয়া সম্মিলনীতে গিয়ে এমনই মন্তব্য করে ফের দলকে অস্বস্তিতে ফেললেন তৃণমূলের বর্ষীয়ান সাংসদ সৌগত রায়৷ বললেন, যারা ক্ষমতায় আসা পার্টিতে আছেন, তারা কি মনে রাখছে যে এটা শহিদদের পার্টি? সৌগত রায়ের বক্তব্যকে হাতিয়ার করে তৃণমূলকে বিধতে ছাড়েনি বিরোধীরা। এদিকে, সৌগত রায় খেলা-মেলা নিয়ে বেসুরো হলেও, কুণাল ঘোষের দাবি, জনসংযোগে খেলা-মেলাই সব থেকে বড় মাধ্যম।
'খেলা-মেলা'র সরকার বলে এতদিন কটাক্ষ করত বিরোধীরা। তবে এবার আর কোনও বিরোধী নেতা নন, ওই একই ভাষায় প্রশ্ন তুলে ফের দলকে অস্বস্তিতে ফেললেন তৃণমূলের বর্ষীয়ান সাংসদ সৌগত রায়৷ সৌগত রায় বলেন, ' আমাদের মনে রাখতে হবে ৬ মাস পরেই নির্বাচন। জেতাটাই আমাদের একমাত্র লক্ষ্য। অন্য কিছু এখন করবেন না।' শুক্রবার, বরানগরে দলের বিজয়া সম্মিলনীতে যোগ দেন দমদমের সাংসদ সৌগত রায়। স্থানীয় একটি মেলা বন্ধ করার জন্য বরানগর পুরসভার চেয়ারপার্সন অপর্ণা মৌলিককে সমর্থন করে, দলীয় কর্মীদের উদ্দেশে কড়া বার্তা দেন তৃণমূলের প্রবীণ সাংসদ। সেই বার্তা ভাইরাল হয়েছে।
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)