কলকাতা: মহালয়ার দিন পুজোর উদ্বোধন শুরু করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কদিন আগেই উৎসবে ফেরার বার্তা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যা নিয়ে প্রশ্ন উঠেছিল বিভিন্ন মহলে। আজ দলীয় মুখপত্রের ‘উৎসব সংখ্যা’র উদ্বোধনী অনুষ্ঠানে, কার্যত তার ব্য়াখ্য়া দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রীর উৎসব-ব্যাখ্যা: মহালয়ার দিনভর প্রতিবাদের সাক্ষী থেকেছে তিলোত্তমা। বিচারের দাবিতে রাজপথজুড়ে থেকেছে মহামিছিল। বুধবার মহালয়ার দিন পুজোর উদ্বোধন শুরু করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন, উত্তর থেকে দক্ষিণ কলকাতার একাধিক বড় পুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি ভার্চুয়াল মাধ্যমে জেলার ৪০০টি পুজোর উদ্বোধনও করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর জি কর কাণ্ডের আবহে কদিন আগেই উৎসবে ফেরার বার্তা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যা নিয়ে প্রশ্ন উঠেছিল বিভিন্ন মহলে। বুধবার, দলীয় মুখপত্রের ‘উৎসব সংখ্যা’র উদ্বোধনী অনুষ্ঠানে, কার্যত তার ব্য়াখ্য়া দেন মমতা বন্দ্যোপাধ্যায়। অনেকে বলেন কেন পুজো করব? কেন উৎসব করব? আরে আমাদের তো বারো মাসে তের পার্বণ কথাটা দীর্ঘদিন ধরে আমরা শুনেই আসছি। আমরা সব কাজ করি, ধর্ম-কর্মও মানি। আমরা মনে করি সবাইকে নিয়ে চলার মধ্যে একটা আনন্দ আছে, প্রাণ আছে।
এক মেয়ে ঘরে আসবে, কিন্তু তার আগে এক মেয়ে চিরতরে চলে গেছে। তাই বাংলা জুড়ে অভূতপূর্ব নাগরিক আন্দোলনের আবহে। গত ৯ অগাস্ট আরজি করে চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনা ঘটে। গত ৯ সেপ্টেম্বর ওই ঘটনার এক মাসে পুজোয় ফিরতে বলেন মুখ্য়মন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, "এক মাস তো হয়ে গেল। আজকে ৯ তারিখ। আমি অনুরোধ করব, পুজোতে ফিরে আসুন। উৎসবে ফিরে আসুন।'' মুখ্য়মন্ত্রীর উৎসবে ফেরার বার্তা নিয়েও কড়া প্রতিক্রিয়া দেন নিহত চিকিৎসকের পরিবার। এই মন্তব্যের প্রেক্ষিতে নিহত চিকিৎসকের মা বলেছিলেন, "মুখ্য়মন্ত্রী বলেছেন, উৎসবে ফিরতে। আমরা সবথেকে বড় উৎসবে আছি এখন। এর থেকে বড় উৎসব কী আছে? মায়ের দশ হাত অবশ্য়ই দরকার। এই উৎসব মিটিয়ে তারপর দুর্গাপুজোয় ফিরব।''
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Rupa Ganguly Arrest: রাতভর অবস্থানের পর তুলল পুলিশ, গ্রেফতার রূপা গঙ্গোপাধ্যায়