আশাবুল হোসেন, কলকাতা : মোদি সরকারের সঙ্গে সংঘাত আরও তীব্র করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Chief Minister Mamata Banerjee)। যাচ্ছেন না দিল্লিতে নীতি আয়োগের বৈঠকে। এনিয়ে তৃণমূলকে (TMC) কটাক্ষ করেছে বিজেপি। কেন নীতি আয়োগের বৈঠকে বঞ্চনার কথা বলছেন না ? এই প্রশ্ন তুলেছে কংগ্রেস।


কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে সর্বাত্মক লড়াইয়ের ডাক আগেই দিয়েছেন। এবার কেন্দ্রীয় সরকারের (Central Government) সঙ্গে সংঘাত আরও তীব্র করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নতুন সংসদ ভবনের উদ্বোধন অনুষ্ঠান বয়কটের পর, এবার নীতি আয়োগের বৈঠকেও যাচ্ছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। ২৮ মে, হবে নতুন সংসদ ভবনের উদ্বোধন। সেই কর্মসূচিতে খোদ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে (President Draupadi Murmu) আমন্ত্রণই জানানো হয়নি। এই অভিযোগ তুলে, নতুন সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবে না বলে জানিয়েছে তৃণমূল-সহ ১৯টি দল।


কেন্দ্রের বিজেপি (BJP) সরকারের বিরুদ্ধে ইস্যু ভিত্তিক সংঘাত তীব্রতর করছে বিরোধীরা। মঙ্গলবারই নবান্নে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করে, বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের বার্তা দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। এই সংঘাতের আবহেই এবার নীতি আয়োগের বৈঠকে না যাওয়ার সিদ্ধান্ত নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২৭ মে দিল্লিতে নীতি আয়োগের বৈঠক হবে। নীতি আয়োগের চেয়ারপার্সন প্রধানমন্ত্রী। ফলে সেই বৈঠকে মুখোমুখি হচ্ছেন না মোদি-মমতা।


সূত্রের দাবি, বাংলার প্রতি কেন্দ্রের বিজেপি সরকারের বঞ্চনার অভিযোগকে সামনে রেখে প্রতিবাদ জারি রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যা নিয়ে রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করতে ছাড়ছে না বিজেপি। এদিকে, কেন নীতি আয়োগের (Niti Aayog) বৈঠকে বঞ্চনার কথা বলছেন না? প্রশ্ন কংগ্রেসের। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেছেন, 'তুমি বাংলায় বলছ টাকা দিচ্ছে না, অর্থনৈতিক অবরোধ করেছে, যেখানে বলার জায়গা, সেখানে গিয়ে কেন বলছ না ? নীতি আয়োগ একটা ফোরাম, সেখানে গিয়ে বাংলার কথা কেন বলা হবে না ? সেখানে অনশন-অবস্থান করুন। আমাকে দায়িত্ব দিন, আমি গিয়ে বাংলার কথা বলব।'


আরও পড়ুন- মোদির হাতে উদ্বোধন নয়া সংসদভবনের, অনুষ্ঠান বয়কট করছে তৃণমূল, একই পথে আম আদমি পার্টি


সব মিলিয়ে নীতি আয়োগের বৈঠকে মুখ্য়মন্ত্রীর অংশ না নেওয়ার সিদ্ধান্ত ঘিরে এখন রাজনৈতিক তরজা তুঙ্গে।    


আরও পড়ুন: প্রচণ্ড গরম থেকে শরীরকে বাঁচাতে পাতে রাখুন এই খাবারগুলি