আশাবুল হোসেন, নয়াদিল্লি: 'সকলে আসন সমঝোতা (Seat Sharing For General Election 2024) চায় না। আলোচনা করে কারও উপরে আমরা সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারি না', কাল ইন্ডিয়া জোটের আগের বৈঠকের আগে আসন সমঝোতা নিয়ে বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। তবে একই সঙ্গে বললেন, 'আসন সমঝোতা খুব সহজ কাজ নয়। তবে খুব দেরি হয়ে যায়নি।'


আর কী বললেন?
সাধারণ নির্বাচনের আর কয়েক মাস বাকি। এই সময়ে কী মর্মে আসন সমঝোতা হবে, সেটা ঠিক করা কৌশলগত ভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বিজেপি বিরোধী 'ইন্ডিয়া' জোটের শরিক দলগুলি। এবং এক্ষেত্রে যে 'একের বদলে এক' নীতির কথা প্রথম থেকে বলা হচ্ছে, তা বাস্তবায়িত হয় কিনা, সে দিকে কড়া নজর থাকবে রাজনৈতিক মহলের। আগামীকাল, 'ইন্ডিয়া' জোটের বৈঠকে আগে তৃণমূলনেত্রী বললেন, 'আসন সমঝোতা নিয়ে আগেই আলোচনা হয়েছে। কালকের বৈঠকে এই নিয়ে আরও আলোচনার উপায় রয়েছে।' যদিও আসন সমঝোতার প্রশ্নে যে দু-একটি রাজনৈতিক দল একমত হবে না, সে কথা জানেন তিনি। 'তবে অনেকগুলি দল আসন সমঝোতা নিয়ে একমত হলে, বাকিরাও চলে আসবে', আশাবাদী তৃণমূলনেত্রী। 
এক্ষেত্রে পশ্চিমবঙ্গে কী হবে, তা নিয়ে প্রশ্ন থাকতে পারে। জাতীয় স্তরে সমঝোতা আর রাজ্য স্তরে আলাদা পথ, এই নীতি নিয়ে চলা কি সম্ভব?   এ রাজ্যে কংগ্রেস ও সিপিএমের সঙ্গে তৃণমূলের আসন সমঝোতা কতটা সম্ভব? তৃণমূলনেত্রী অবশ্য বলেছেন, 'অনেকের সঙ্গে হয়তো রাজনৈতিক মতাদর্শের পার্থক্য রয়েছে। অনেক দল বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। তবে আমার কারও প্রতি কোনও ক্ষোভ বা প্রতিহিংসা নেই। কারও অসুবিধা থাকলে, আমার কাছে কোনও ওষুধও নেই।' যদিও তাঁর তরফে সিপিএমের সঙ্গে আসন সমঝোতায় যে আপত্তি নেই, সেটা স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি। এবার  সিপিএমের সঙ্গে আসন সমঝোতা হবে কিনা, সেটা তাদের পছন্দ, মন্তব্য তাঁর। আর কংগ্রেস? মমতা বলেন, 'আপনারা জানেন বাংলায় কংগ্রেসের মাত্র ২টি আসন রয়েছে। তবে আমি কথা বলতে রাজি, আলোচনা করতে রাজি।'


প্রেক্ষাপট...
এদিন লোকসভা-রাজ্যসভা মিলিয়ে মোট ৭৮ জন বিরোধী সাংসদের 'সাসপেনশন'-র সিদ্ধান্তের পর তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে 'ইন্ডিয়া' জোটের শিবিরে। যা ঘটছে তা যে কাঙ্খিত নয়, সে কথা জানান তৃণমূলনেত্রীও। কংগ্রেস,তৃণমূল,ডিএমকে সাংসদ মিলিয়ে মোট ৭৮ জনের এই 'সাসপেনশন' কি বিরোধী জোটের বৈঠকের আগে বিজেপি বিরোধিতার সুর আরও শক্তিশালী করবে? আসন সমঝোতার প্রশ্নে কি কোনও প্রতিফলন পড়বে তার? হয়তো  উত্তর স্পষ্ট হবে আর কয়েক ঘণ্টা পর মিলবে ইঙ্গিত। 


আরও পড়ুন:আমি ভাগ্যবান, আমি এখন সাংসদ নই', কেন বললেন মমতা?