কলকাতা: স্মোক ক্যান নিয়ে সংসদে ঢুকে তাণ্ডবের ঘটনায় এখনও উত্তাল সংসদ। আজ দফায় দফায় মুলতুবি হয় অধিবেশন (Parliament Security Breach)। সংসদে হানায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতির দাবিতে লোকসভায় (Lok Sabha) হট্টগোল বিরোধীদের। এদিনই ৩৩ জন সাংসদকে সাসপেন্ড (MP Suspended) করা হয়েছে। যাঁদের মধ্যে একাধিক তৃণমূল সাংসদ রয়েছেন। তারপরেই বিষয়টি নিয়ে মুখ খোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee)।
মমতার প্রতিক্রিয়া:
'আমি ভাগ্যবান, আমি এখন সাংসদ নই। যা চলছে তা কাঙ্খিত নয়, বিরোধী সাংসদের সাসপেনশন নিয়ে প্রতিক্রিয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের।
পরপর সাসপেন্ড:
এদিন স্মোককাণ্ডে লোকসভায় হট্টগোলের অভিযোগে একের পর এক বিরোধী দলের সাংসদকে সাসপেন্ড করা হয়। লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরীকে সাসপেন্ড করা হয়েছে। সাসপেন্ড হয়েছে কংগ্রেসের সাংসদ গৌরব গগৈ। একের পর এক তৃণমূল সাংসদকেও সাসপেন্ড করা হয়েছে। সাসপেন্ড করা হয়েছে তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায়, অপরূপা পোদ্দার, প্রসূন বন্দ্যোপাধ্যায়। সাসপেন্ড তৃণমূলের সৌগত রায়, কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়, অসিত মাল। সাসপেন্ড তৃণমূলের প্রতিমা মণ্ডল, সুনীল মণ্ডল। সাসপেন্ড করা হয়েছে ডিএমকে সাংসদ এ রাজা, দয়ানিধি মারান, টি আর বালুকে অধীর-সহ মোট ৩৩ জন বিরোধী সাংসদকে সাসপেন্ড করা হয়েছে এদিন।
এই অধিবেশনে এখনও পর্যন্ত লোকসভায় ৪৬ জন বিরোধী সাংসদ সাসপেন্ড হয়েছেন। এই অধিবেশনই Cash for Question কাণ্ডে এথিক্স কমিটির সুপারিশের পর ধ্বনি ভোটে বহিষ্কার করা হয়েছিল তৃণমূলের সাংসদ মহুয়া মৈত্রকে।
কাল 'ইন্ডিয়া' (Opposition Meet)) জোটের বৈঠকে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরশুদিন প্রধানমন্ত্রীর (PM Modi) সঙ্গে সাক্ষাৎ করার কথা। কাল জোটের বৈঠকের আগে দলীয় সাংসদদের সঙ্গে বৈঠকে থাকবেন তৃণমূলনেত্রী। নতুন বঙ্গভবনে দলীয় সাংসদদের সঙ্গে বৈঠক করবেন মমতা। আগামীকাল দিল্লিতে বিরোধী জোটের চতুর্থ বৈঠক হতে চলেছে। তার আগে আজ, সোমবার রাজধানীতে একগুচ্ছ কর্মসূচি রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। সংসদের শীতকালীন (Parliament Winter Session) অধিবেশনে জাতীয় নির্বাচন কমিশনার বিল-সহ একাধিক গুরুত্বপূর্ণ বিল পেশ করতে পারে মোদি সরকার। সেক্ষেত্রে সংসদে দলীয় রণকৌশল কী হবে, তার দিক নির্দেশ করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। সন্ধেয় একাধিক রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে তাঁর দেখা করার কথা রয়েছে।
আরও পড়ুন: টোটো ভাষায় অভিধান, ১২০০-র বেশি বাংলা ও ইংরেজি অর্থ, নজির গড়লেন আলিপুরদুয়ারের বাসিন্দা