বিটন চক্রবর্তী, এগরা :  মুখ্যমন্ত্রীর ( Mamata Banerjee ) এগরা ( Egra ) সফরের দিনেই খাদিকুলে যাচ্ছে বাম প্রতিনিধিদল। বিকেল ৪টে নাগাদ সুজন চক্রবর্তীর ( Sujan Chakraborty )  সিপিএম ( CPM ) নেতারা যাচ্ছেন নিহত ও আহতদের পরিবারের সঙ্গে দেখা করতে।


বিস্ফোরণস্থলও ঘুরে দেখবেন তাঁরা। বিস্ফোরণকাণ্ডের ১১ দিনের মাথায়, আজ খাদিকুলে যাচ্ছেন মুখ্যমন্ত্রীও। সেখানে নিহত ও আহতদের পরিবারের সঙ্গে দেখা করবেন তিনি। এর আগে খাদিকুলে যান শুভেন্দু অধিকারীও।                     


আরও পড়ুন :


ভুল সময়ে জল পান করলে একাধিক রোগের ঝুঁকি, সঠিক ক্ষণ কখন ?


বিস্ফোরণকাণ্ডের ১১ দিনের মাথায়, আজ এগরার খাদিকুলে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিহত ও আহতদের পরিবারের সঙ্গে দেখা করবেন মুখ্যমন্ত্রী। খাদিকুল গ্রামের অদূরে তৈরি হয়েছে অস্থায়ী হেলিপ্যাড। বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। হেলিপ্যাডের ৫০০ মিটার দূরে সভামঞ্চে খাদিকুল বিস্ফোরণে নিহত ও আহতদের পরিবারের সঙ্গে দেখা করবেন মুখ্যমন্ত্রী।                                                                                                    


আর্থিক সাহায্য দেওয়ারও কথা রয়েছে তাঁর। গত ১৬ মে এগরার খাদিকুলে বেআইনি বাজি কারখানায় ভয়ঙ্কর বিস্ফোরণে মৃত্যু হয় মূল অভিযুক্ত ভানু বাগ-সহ ১১ জনের। ঘটনার পরেই খাদিকুলে গিয়ে নিহত ও আহতদের পরিবারকে আর্থিক সাহায্য ও আইনি লড়াইয়ে পাশে থাকার বার্তা দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।   তিনি বলেন, 'আড়াই লক্ষ নয়, অ্যামাউন্ট বাড়াতে হবে। এমএলএ অফিস থেকে নেবেন না ক্ষতিপূরণ। আমরা ভানুর ভাই ছাড়া বাকিদের পাশে আছি'।  
শুক্রবার শুভেন্দু বলেন, 'গতকাল জামাই ষষ্ঠী ছিল, আমি বলেছিলাম ভানু বাগের বাড়িতে জামাই ষষ্ঠী করতে যাবেন, কালকে যাননি, আগামী কাল ভানু বাগের শ্রাদ্ধ আছে, ভানু বাগ ওনার সম্পদ। কালকে ভানু বাগের শ্রাদ্ধে খেতে যাচ্ছেন।'