আশাবুল হোসেন, মুর্শিদাবাদ: ভয়ঙ্কর ভাঙনে (Erosion) টালমাটাল মুর্শিদাবাদের  (Murshidabad)  সামশেরগঞ্জ। একটু একটু করে এগিয়ে আসছে গঙ্গা (Ganga)। গিলে খাচ্ছে জমি বাড়ি। সেই ভাঙন কবলিত এলাকাই আজ পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়  (CM Mamata Banerjee)। পরে বললেন, 'বাংলার টাকা আটকে রেখেছে কেন্দ্র। ভাঙন নিয়ন্ত্রণে কোনও ব্যবস্থা নিচ্ছে না। ভাঙন রোধে টাকা দিচ্ছে না কেন্দ্র।’ তাঁর অভিযোগ, 'ওরা হিংসা, কুৎসা নিয়ে মাথা ঘামায়।’


আর কী বললেন?
গত কাল মালদার পর এদিন মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রী বলেন, 'ভাঙন মোকাবিলা কেন্দ্রের বিষয়, রাজ্যের বিষয় নয়। ফরাক্কা ব্যারাজ নিয়ে সাহায্য় করেনি কেন্দ্র। ওরা হিংসা, কুৎসা নিয়ে মাথা ঘামায়।’ এর পরই কেন্দ্রীয় প্রকল্পে বঞ্চনার অভিযোগে ফের সরব হতে শোনা যায় তাঁকে। বলেন, '১০০ দিন ও আবাস যোজনার টাকা আটকে রেখেছে। ওবিসি স্কলারশিপের টাকাও বন্ধ করে দিয়েছে। ফরাক্কা ব্যারাজে ড্রেজিং করে না, পলি জমে গিয়েছে।' তিনি মনে করেন, চব্বিশের সাধারণ নির্বাচন পর্যন্ত এই রাজ্যকে কোনও টাকা দেবে না কেন্দ্র। মুখ্যমন্ত্রীর কথায়, 'কেন্দ্রের বিরুদ্ধে বাংলা লড়াই করে বলে টাকা দেবে না। বিজেপির বিরুদ্ধে মুখ খুললেই মেরে দাও।’ তবে ভাঙন কবলিত এলাকার মানুষের পাশে রাজ্য যে থাকবে, সেটিও স্পষ্ট করে দেন মুখ্যমন্ত্রী। বলেন, 'ভাঙন রোধে ১০০ কোটি টাকা দেবে রাজ্য। ভাঙন মোকাবিলার কাজে নজরদারি চালাবেন সেচমন্ত্রী।’ তবে মুর্শিদাবাদের বাসিন্দাদেরও এই নিয়ে পরামর্শ দেন তিনি। বলেন, 'গঙ্গার ধার থেকে ৪-৫ কিলোমিটার দূরে বাড়ি করুন।' 

মালদাতেও সরব মুখ্যমন্ত্রী...
গত কাল মালদার প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, রাজ্যে অশান্তি তৈরির চেষ্টা হচ্ছে। বলেন, 'দিল্লি থেকে ২০-২৫ জন এসে একটি মিটিং করেছে। শুধু ধর্মীয় নয়, জাতিগত হিংসার ছক কষা হচ্ছে।' তাঁর বক্তব্য, টাকা ছড়িয়ে হিংসায় উস্কানি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার মালদায়, তৃণমূলে নবজোয়ার কর্মসূচি থেকে ফের এজেন্সি ইস্য়ুতে সুর চড়ালেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। মোদি সরকারের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে, তিনি বলেন, যত ইডি সিবিআই আসুক। নতুন সরকার এলে সব প্রত্য়াহার হয়ে যাবে। অন্য়দিকে, এদিনই পূর্ব মেদিনীপুর থেকে শুভেনদু অধিকারীর গলায় ফের শোনা গেছে এজেন্সি নিয়ে হুঁশিয়ারি। তৃণমূলনেত্রী বলেন, 'আগে উত্তর দে ব্যাপম নিয়ে কী হয়েছে। ৫৪ জন লোক মারা গিয়েছে... যখন যেখানে খুশি ঢুকে যাচ্ছো। কাগজ নিয়ে আসছ। পরে বুঝবে কত বেআইনি কাজ করছ।' 


আরও পড়ুন:অতিরিক্ত মেদ ঝরানোর পর তা যেন আর ফিরে না আসে, নিজের খেয়াল রাখুন নিয়ম মেনে