কলকাতা: রাজভবনে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। সি ভি আনন্দ বোসের (Governor CV Ananda Bose) সঙ্গে দেখা করতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। বিকেল সাড়ে চারটেয় রাজভবনে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। রাজ্য-রাজ্যপাল সংঘাতের আবহেই রাজভবনে যাচ্ছেন মুখ্যমন্ত্রী।
রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর এই বৈঠকের আগে একাধিক গুরুত্বপূর্ণ ইস্যু তৈরি হয়েছে। মূলত সদ্য হয়ে গিয়েছে পঞ্চায়েত ভোট। আর এই পঞ্চায়েত ভোট ঘিরেই একের পর এক হিংসার ঘটনা ঘটেছে। এমনকি পঞ্চায়েত ভোটের পরেও ভোট পরবর্তী হিংসা থেকে নিস্তার মেলেনি রাজনৈতিক নেতা-কর্মীদের। তবে শুধু রাজনীতির সঙ্গে যুক্ত ব্যাক্তিরাই নন, সাধারণ ভোটারও চলতি বছরের ভোটে আক্রমণের শিকার হয়েছেন। এদিকে এই হিংসার ইস্যুতেই রাজ্যে এসেছে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম। ভোট বর্হিভূত হলেও সদ্য ঘটে গিয়েছে মালদাকাণ্ড। তা নিয়েও কম বিতর্কের ঝড় হয়নি। তবে এসবের পাশাপাশি বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগের ইস্যুও যথেষ্টগুরুত্বপূর্ণ। তবে প্রকৃতই আজ কোন বিষয়গুলি রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর এই বৈঠকে উঠে আসতে পারে, তা সময় বলবে।
আরও পড়ুন, 'সন্ত্রাস মোকাবিলায় রাজ্যে আরও ১০ দিন থাকতবে কেন্দ্রীয় বাহিনী', নির্দেশ আদালতের
প্রসঙ্গত, মমতার উপস্থিতিতে বাংলার স্বাক্ষর অভিযান দিয়ে রাজ্যপালের শুরু ভাল হলেও, পরে ছবিটা বদল হয়। মূলত, এর আগে পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে বারবার রাজ্যের সংঘাত সামনে আসে। হাওড়া পুরভোট, হিংসা-সহ একাধিক ইস্যুতে বারবার ট্যুইটে ঝড় ওঠে। বারংবার শাসকদলের তরফে এই অভিযোগও ওঠে, যে 'বিজেপির হয়ে কাজ করছেন' তিনি। তাই নতুন করে সিভি আনন্দ বোস রাজ্যপাল হবার পর প্রথমে শাসকদলের তরফে সুর বদলায়। কিন্তু তা দীর্ঘতর হয়নি। বরং ক্ষণিকেই সে ছবি বদলে যায়। বিশেষ করে নন্দিনী ইস্যুর পর শুভেন্দুর বক্তব্য অনুযায়ী, 'ট্র্যাকে ফিরছেন রাজ্যপাল।'
অপরদিকে ততদিন পঞ্চায়েত ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। যাকে ঘিরে রাজ্যের জেলায় জেলায় হিংসার ঘটনায়, রাজ্যপালের কড়া পদক্ষেপেই সমীকরণ আরও বদলায়। হিংসাস্থল গুলিতে নিজে গিয়ে পর্যবেক্ষণ করেন রাজ্যপাল। এবং স্পষ্ট জানান, কোনওভাবেই হিংসা বরদাস্ত করা হবে না। তার নির্দেশেই খোলা হয়, কন্ট্রোলরুম রাজভবনে। জমা পড়ে কয়েক হাজার অভিযোগ। আর স্বাভাবিকভাবেই ধীরে ধীরে রাজ্য-রাজ্যপালের মধ্যের সমীকরণ বদলাতে শুরু করে বলে মত ওয়াকিবহাল মহলের। আর এহেন উত্তাল পরিস্থিতির মাঝেই রাজ্যপালের সঙ্গে মমতার সাক্ষাৎ স্বাভাবিকভাবেই জল্পনা বাড়িয়েছে।