লাদাখ: আগামিকাল ২৬ জুলাই দেশজুড়ে পালিত হবে 'কার্গিল বিজয় দিবস' (Kargil Vijay Diwas)। ইতিমধ্যেই লাদাখের (Ladakh) প্রবেশ পথ দ্রাসে শুরু হয়ে গিয়েছে ২৪ তম কার্গিল দিবস উদযাপনের (Kargil Vijay Diwas Preparation) প্রস্তুতি পর্ব। সাজানো হয়েছে যুদ্ধের স্মৃতিসৌধ। বুধবার 'কার্গিল বিজয় দিবস' অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। শহিদদের স্মৃতিতে শ্রদ্ধা জানাবেন তিনি।                           


অনুষ্ঠানের আয়োজন: পাশাপাশি ভারতীয় সেনাবাহিনীর সাহসিকতা এবং আত্মত্যাগ সম্পর্কে আজ লামোচেন ভিউ পয়েন্টে একটি ব্রিফিং দেওয়া হবে। আগামিকাল অনুষ্ঠানের সময়ে সেটাই অডিও ভিজ্যুয়াল প্রেসেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করা হবে। বিশিষ্ট অতিথিদের জন্য লামোচেন ভিউ পয়েন্ট থেকে যুদ্ধক্ষেত্রে দেখানোর পাশাপাশি থাকবে 'বিজয় ভোজ'-এর আয়োজন। সাংস্কৃতিক অনুষ্ঠান ও 'বারখানা'-ও আয়োজিত হবে স্যান্ডো রিয়ারে।


'বিজয় দিবস অস্ত্র প্রদর্শন': এর আগে গত শনিবার  জম্মু-কাশ্মীরের শিশু ও সাধারণ মানুষের কাছে 'বিজয় দিবস অস্ত্র প্রদর্শন' করা হয় সেনাবাহিনীর তরফে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কার্গিলের ডেপুটি কমিশনার এবং পুলিশ সুপারসহ স্কুল ছাত্র, বাসিন্দা এবং সরকারী আধিকারিকরা।              


কার্গিলের ইতিহাস: সালটা ছিল ১৯৯৯। দেশমাতৃকাকে রক্ষা করতে শহিদ হয়েছিলেন ভারতের ৫২৭ জন বীর জওয়ান।  প্রতিবছর তাঁদের এই বলিদানকে শ্রদ্ধা জানিতে ২৬ জুলাই পালিত হয় ‘কার্গিল বিজয় দিবস’। পাকিস্তানের লক্ষ্য ছিল কাশ্মীর জয়। কাশ্মীরকে কেন্দ্র করেই ভারত-পাকিস্তানের সংঘাত চরমে পৌঁছয় একাধিকবার। পরপর হারের পরেও কাশ্মীর দখল নিয়ে ক্ষেপে ওঠে পাকিস্তান। ক্রমেই চাপানউতোর চরমে পৌঁছয়। ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী প্রতিবেশী দেশগুলোর সঙ্গে পাকিস্তানের প্রতি বন্ধুত্ব ও সু-সম্পর্ক স্থাপন করতে চাইলেও পাকিস্তান বারবার আক্রমণ শানিয়েছিল ভারতের বিরুদ্ধে। আলোচনার পথে না হেঁটে ১৯৯৯ সালে নিয়ন্ত্রণ রেখা লঙ্ঘন করে কার্গিলে ঢুকে পড়ে পাকিস্তানের সশস্ত্র বাহিনী। এই লড়াইয়ে ভারতের অন্তত ৫৩৭ জন জওয়ান শহিদ হন। আহত হন প্রায় হাজার জওয়ান।


আরও পড়ুন: Kargil Vijay Diwas 2023:শিখর-ছোঁয়া সাফল্য, কার্গিল বিজয় দিবস উপলক্ষ্যে মাউন্ট কুন-এ কঠিন সামিট ভারতীয় সেনার পর্বতারোহীদের


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial