কলকাতা: কয়লা মাফিয়ার পর এবার সিবিআইয়ের (CBI) জালে কোল কর্তারা! কয়লাপাচারকাণ্ডে সিবিআইয়ের জালে ইসিএলের বর্তমান-প্রাক্তন-সহ ৪ জিএম (GM)! ৪ কয়লা মাফিয়ার পরে এবার সিবিআইয়ের (CBI) জালে কোল-কর্তারা। কয়লা মাফিয়ার সঙ্গে আঁতাঁতের অভিযোগে ইসিএলের ৭জন গ্রেফতার। ইসিএলের (ECL) ৪ বর্তমান-প্রাক্তন জেনারেল ম্যানেজার, একজন ম্যানেজার, ২ কর্মী গ্রেফতার।

সিবিআইয়ের জালে ইসিএলের বর্তমান জিএম এসসি মৈত্র, সিবিআইয়ের জালে ইসিএলের প্রাক্তন জেনারেল ম্যানেজার অভিজিৎ মল্লিক। ইসিএলের প্রাক্তন জিএম সুশান্ত বন্দ্যোপাধ্যায়, ইসিএলের প্রাক্তন জেনারেল ম্যানেজার তন্ময় দাস। মাফিয়ার সঙ্গে আঁতাঁতের অভিযোগে গ্রেফতার করা হয়েছে ইসিএলের ম্যানেজার মুকেশ কুমার, দেবাশিস মুখোপাধ্যায়, রিঙ্কু বেহারা নামে ইসিএলের আরও ২ কর্মীকে। সকাল থেকে দফায় দফায় জিজ্ঞাবাদের পর একাধিক ইসিএল-কর্তা গ্রেফতার। 

আরও পড়ুন: Jagdeep Dhankhar: রাজ্যকে তীব্র আক্রমণ ধনকড়ের, 'রাজভবন তামাশার জায়গা হয়ে উঠেছে,' পাল্টা পার্থ-বিমান

সিবিআই সূত্রে দাবি, ‘কর্মী-অফিসারদের মদতেই কয়লা পাচার, প্রতি মাসে আসত মোটা টাকা। প্রচুর টাকার বিনিময়ে দিনের পর দিন বেআইনিভাবে কয়লা পাচার চলত। জিজ্ঞাসাবাদে অভিযুক্তদের কাছ থেকে মেলেনি কোনও সদুত্তর, অভিযুক্তদের বাড়িতে তল্লাশি অভিযানে প্রচুর নথি বাজেয়াপ্ত করা হয়েছে। উল্লেখ্য, আগেই গ্রেফতার কয়লা মাফিয়া নারায়ণ নন্দ, জয়দেব মণ্ডল, নীরদ মণ্ডল, গুরুপদ মাজি।

ইডি-র মুখোমুখি রুজিরা: গত জুনে কয়লা পাচারকাণ্ডে (Coal Smuggling Case) সিবিআইয়ের (CBI) পর এবার ইডি-র মুখোমুখি রুজিরা বন্দ্যোপাধ্যায় (Rujira Banerjee)। এদিন ১১টার মিনিট কয়েক পরেই শিশুপুত্রকে কোলে নিয়ে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে (Saltlake CGO Complex) পৌঁছন অভিষেক-পত্নী। সূত্রের খবর, রুজিরাকে জিজ্ঞাসাবাদের জন্য দিল্লি থেকে কলকাতায় এসেছে ইডি-র অফিসারদের একটি দল।দলে রয়েছেন দুই মহিলা অফিসার।

ব্যাঙ্ককের ব্যাঙ্ক অ্যাকাউন্ট: ইডি সূত্রে খবর, কয়লা পাচারকাণ্ডে তদন্তের কেন্দ্রে রয়েছে ব্যাঙ্ককের ব্যাঙ্ক অ্যাকাউন্ট। ইডি-র দাবি, সেখানে জমা পড়েছে কয়লা পাচারের টাকা। ইডি সূত্রে দাবি, ব্যাঙ্ক কর্তৃপক্ষের কাছ থেকে তারা জানতে পারে, বিদেশি ব্যাঙ্কে ওই অ্যাকাউন্টের মালিক রুজিরা নরুলা। ইডি-র দাবি, রুজিরা নরুলাই রুজিরা বন্দ্যোপাধ্যায়। ইডি সূত্রে দাবি, প্রাথমিকভাবে ওই অ্যাকাউন্ট সম্পর্কে তিনি কিছু জানেন না বলে দাবি করেছেন রুজিরা।