কলকাতা: কয়লা পাচারকাণ্ডে (Coal Scam) বুধবার, দ্বিতীয়বার সওকত মোল্লাকে (Saokat Molla) তলব করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (CBI)। সকাল সাড়ে ১০টায় নিজাম প্যালেসে হাজিরা দিতে বলা হয়েছে ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ককে (TMC)। এর আগে ২৭ মে, প্রথমবারের নোটিসে সিবিআইয়ের কাছে হাজিরা দেননি তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা বিধায়ক সওকত মোল্লা। পূর্ব নির্ধারিত প্রশাসনিক কাজের কথা জানিয়ে ১৫ দিন সময় চান তিনি। সিবিআই-এর দ্বিতীয় বারের নোটিসে, ২০ দিনের মাথায় আজ নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার সম্ভাবনা রয়েছে তৃণমূল বিধায়ক সওকতের। 


কয়লাকাণ্ডে ফের তলব সওকতকে


এর আগে এই মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে একদিন আগেই বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করেছে CBI।

আসানসোলের খনি থেকে অবৈধভাবে উত্তোলন করা কয়লা উত্তর ২৪ পরগনার বিভিন্ন জেলায় দক্ষিণ ২৪ পরগনা-সহ বিভিন্ন জেলায় পাঠানো হত বলে অভিযোগ। অভিযোগ, ক্যানিংয়ে ইট ভাটায় প্রতি মাসে প্রচুর কয়লা যেত। তা থেকে মোটা অঙ্কের টাকা তোলাবাজি করা হত। একাধিক ব্যক্তির বয়ানে সওকত মোল্লার নাম উঠে আসে বলে সিবিআই সূত্রে খবর।


আরও পড়ুন: Kolkata Blackmail : লিঙ্কে ক্লিক করতেই ফোন হ্যাক ! ছবি বিকৃত করে পর্ন সাইটে ছড়িয়ে দেওয়ার হুমকি

যদিও সওকতের দাবি , কয়লা পাচারের সঙ্গে তাঁর কোনও যোগ নেই। জীবনতলায় ৪-৫টি ইটভাটা আছে, সেখানে কোথা থেকে কয়লা আসে, কারা কয়লা দেয়, তা তিনি জানেন না। রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতে তাঁর নাম এই মামলায় যুক্ত করা হয়েছে। 


একদিন আগেই রুজিরাকে জেরা 


গতকাল, প্রায় ৭ ঘণ্টা তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয় রুজিরাকে।কিন্তু CBI-এর জিজ্ঞাসাবাদের সময় নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল। যদিও সিবিআই সূত্রে দাবি, রুজিরার তরফেই বলা হয়, মঙ্গলবার জিজ্ঞাসাবাদের জন্য আসতে।