কলকাতা: কয়লা পাচার মামলায় দিল্লি হাইকোর্টের পর এবার সুপ্রিম কোর্টে ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও তাঁর স্ত্রীর করা আবেদন খারিজ সুপ্রিম কোর্টে। আবেদন খারিজ বিচারপতি বেলা এম ত্রিবেদী এবং সতীশ চন্দ্র শর্মার বেঞ্চে।


রাজ্যে কয়লা পাচার দুর্নীতির তদন্ত করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেই মামলায় এর আগে একাধিকবার অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্ত্রীকে দিল্লিতে তলব করেছে ইডি। পাল্টা ইডির দিল্লিতে তলবকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে মামলা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। দিল্লি হাইকোর্ট তা খারিজ করে দেওয়ার পর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অভিষেক।


গত ১৩ অগাস্ট এই মামলার শুনানি শেষ হলেও, রায়দান স্থগিত রেখেছিল সর্বোচ্চ আদালত। এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেই আবেদন খারিজ করে দিয়ে আদালত জানিয়েছে, ইডির তলব কোনওভাবেই অবৈধ নয়। নির্দেশের ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্ত্রীকে তদন্তের প্রয়োজনে দিল্লিতে তলব করায় ইডির আর কোনও বাধা রইল না।


প্রসঙ্গত, কয়লা পাচার মামলায় একাধিকবার কেন্দ্রীয় এজেন্সির তলবের মুখে পড়েন বন্দ্যোপাধ্যায় পরিবার। দেশের রাজধানীতে তাঁদের ডাক পড়ে। এদিকে সন্তান ছোট, এই অবস্থায় কী করে দিল্লি বারবার তলবে হাজির হওয়া সম্ভব, নিজের শহরে কেন্দ্রীয় তদন্তকারীর সংস্থার অফিসে হাজিরা দেওয়া যাবে না কেন ? এনিয়ে প্রশ্ন তুলে আদালতের দ্বারস্থ হন। এরপর এই শহরেই কেন্দ্রীয় সংস্থার অফিসে তলবে সাড়া দিয়ে হাজিরা দেন অভিষেক। কিন্তু এবার কয়লা পাচার মামলায় দিল্লি হাইকোর্টের পর এবার সুপ্রিম কোর্টে ধাক্কা খেলেন অভিষেক।


আরও পড়ুন, লালবাজার অভিযানে বামেরা , 'CP-র পদে থাকার কোনও যোগ্যতা নেই..'


অপরদিকে, এর আগে কয়লা পাচার মামলায় দিল্লিতে যাওয়ার আগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তলব শেষে বাইরে বেরিয়ে এসেই অভিষেক বলেছিলেন, প্রমাণ করতে পারলে নিজেকে শাস্তি দেবেন। তারপর যখন তলব হয় কলকাতার অফিসে, সেইবার তলব শেষে বাইরে এসে সোজা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকেই একহাত নেন। কটাক্ষকে শাহকে। বলেছিলেন, 'ভারতের সবচেয়ে বড় পাপ্পু অমিত শাহ। ' 


খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।