কলকাতা: আরজি কর কাণ্ডে এবার লালবাজার অভিযানে বামেরা। সিপি-র পদত্যাগের দাবিতে বামেদের লালবাজার অভিযান। বামেদের লালবাজার অভিযান আটকাতে পুলিশের ব্যারিকেড, গার্ডরেল। সিপি-র পদে থাকার কোনও যোগ্যতা নেই, বলেছেন বামেদের বর্ষীয়ান নেতা সুজন চক্রবর্তী।
সম্প্রতি কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের কাছ থেকে ফিরিয়ে নেওয়া হোক পুলিশ মেডেল, রাষ্ট্রপতিকে চিঠি লেখেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর জি কর-কাণ্ডের তদন্তে পুলিশ কমিশনার বিনীত গোয়েলের নিন্দনীয় ও লজ্জাজনক ভূমিকার অভিযোগ তুলেছেন শুভেন্দু। তথ্যপ্রমাণ লোপাট ও হাসপাতালে হামলার ঘটনায় CP-র ভূমিকা নিয়ে প্রশ্ন।বিরোধী দলনেতার অভিযোগ, তাঁর রাজনৈতিক প্রভুর স্বার্থে তদন্তে অন্তর্ঘাতের চেষ্টা করেছেন পুলিশ কমিশনার। এই সম্মানের যোগ্য তিনি নন, রাষ্ট্রপতিকে চিঠি দেন শুভেন্দু অধিকারী। এই বিষয়ে হস্তক্ষেপ চেয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকেও চিঠি লিখেছেন বিরোধী দলনেতা।
এর আগে লালবাজার অভিযানের দিন মীনাক্ষী সাংবাদিকদের বলেছিলেন, 'বামপন্থীদের গ্রেফতার করতে পুলিশের কোনও কারণ লাগে নাকি ? ১৩ বছর ধরে বামপন্থীরা পুলিশের গ্রেফতার , পুলিশের মার, পুলিশের মিথ্যে মামলা, আর ওদের ছাতার তলায় যে তৃণমূল বিজেপিরা থাকে, তাঁদের হাতে খুন হয়েছে, ঘরছাড়া হয়েছে, ক্ষতিপূরণ দিয়েছে। বামপন্থীরা ভয় পায় না। ভয় পেলে বামপন্থীরা নিজেদের বুক দিয়ে, ছাত্র যুব মহিলারা মৃতদেহকে আটকে দিত না। যদি ছাত্র যুব মহিলারা ভয় পেত, সেমিনার হল ভাঙার প্রথমদিন আমরা আটকে দিতাম না। যদি এটা আমাদের অপরাধ হয়েছে, এই অপরাধ আমরা বারে বারে করব।'
জুনিয়র চিকিৎসকদের কাজে ফেরার সময় বেঁধে দিল সুপ্রিম কোর্ট।আগামীকাল বিকেল ৫টার মধ্যে কাজে ফিরলে, তাঁদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করতে পারবে না রাজ্য সরকার। যদি এরপরেও তাঁরা কাজে যোগ না দেন, তাহলে তাঁদের বিরুদ্ধে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যরা কাজ করছে বলে আমি কাজ করব না এটা যুক্তি হতে পারে না। এরপরও তাঁরা কাজে যোগ না দিলে রাজ্য সরকার ব্যবস্থা নিলে আটকাতে পারব না। মন্তব্য করেন প্রধান বিচারপতি।
আরও পড়ুন, জুনিয়র ডাক্তারদের কাজে যোগ দিতে আর্জি জানিয়ে আজ কী বললেন মুখ্যমন্ত্রী?
খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।