কলকাতা: আর জি কর-এ চিকিৎসক ধর্ষণ-খুন নিয়ে উত্তাল রাজ্য-দেশ এমনকী আঁচ বিদেশেও। আর্জি একটাই- 'উই ওয়ান্ট জাস্টিস'। রাত থেকে ভোর, দিন, সন্ধ্যে রাস্তায় নেমে প্রতিবাদ চলেছেই। দাবি একটাই বিচার চাই। শুধু বিচার নয়, কলকাতা পুলিশ কমিশনারের পদত্যাগ দাবি করে রাত দখল করেছিল আন্দোলনকারী চিকিৎসকরা। দফায় দফায় আলোচনা শেষে হটেছিল পুলিশি ব্যারিকেড। কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের হাতেই তাঁর পদত্যাগের ডেপুটেশনও জমা দিয়েছিল।
এদিন সেই প্রসঙ্গ উঠে এল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়। মমতা এদিন বলেন, 'বিচারের নামে কেউ কেউ কেসটাকে ঝুলিয়ে দিতে চান। আমাদের পুলিশ মাটিগারায় একটা কেসে ফাঁসির শাস্তি দিল। আমরা কামদুনিটাও ক্যাপিটল পানিশমেন্ট করেছি। হাইকোর্ট কিন্তু যাবজ্জীবন করে দিয়েছে। মনে রাখবেন পুলিশও আপনাদের সবরকম সুরক্ষা দিয়ে আসছে। তাঁরাও আপনাদের মতো মানবিক জীব। তাঁদেরও সংসার আছে, পরিবার আছে। যাকে পারছেন তাঁকে নিয়ে যা ইচ্ছে তাই বলে যাচ্ছেন। কলকাতা পুলিশ কমিশনার আমার কাছে নিজে এসেছিলেন পদত্যাগ করার জন্য গত সাত দিন আগে। সামনে পুজো আসছে। আইন জানে তেমন লোক তো থাকতে হবে। কিছু দিন ধৈর্য ধরলে কী মহাভারত অশুদ্ধ হয়? আপনারা ঠিক করবেন যে সবাইকে বদল করতে হবে? যতটা বলছেন, যতটা পারছি করছি।'
মমতা বন্দ্যোপাধ্যায় এও বলেন, সুপ্রিম কোর্ট বলেছে, আমরাও জুনিয়র ডাক্তারদের অনুরোধ করছি কাজে ফিরতে। আপনারা স্বাস্থ্যভবনে গিয়ে যা দাবি করেছিলেন মেনে নেওয়া হয়েছে। সাংবাদিক বৈঠকে দাবি মুখ্যমন্ত্রীর। এখনও বিচার মেলেনি আর জি কর কাণ্ডের। কিন্তু এই পরিস্থিতিতেও পুজোয়-উৎসবে ফিরতে বললেন মুখ্যমন্ত্রী। রাত দখলের নেপথ্যে কেন্দ্রীয় সরকার ও বাম দলের হাত রয়েছে বলেও অভিযোগ
আরও পড়ুন, 'চালান ছাড়া ময়নাতদন্ত হল কীভাবে? চালান না পেলে বুঝতে হবে, একটা কিছু হয়েছে', জানাল সুপ্রিম কোর্ট
কলকাতা পুলিশ কমিশনারের পদত্যাগ দাবি করে সিপির হাতেই ডেপুটেশন দিয়ে এসেছিলেন আন্দোলনকারী চিকিৎসকরা। বৈঠক শেষে জুনিয়র ডাক্তাররা সংবাদমাধ্যমে জানিয়েছিলেন, কোনও ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি মনে করেন, তিনি তাঁর কাজে ফেল করেছেন এবং তাঁকে যদি তাঁর পদ থেকে সরিয়ে ফেলা হয় তাহলে সেই দাবিও উনি হাসিমুখে মেনে নেবেন। আন্দোলনরত জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতো বলেন, 'দেখা করার পর, আমাদের ডেপুটেশন সম্মানিত যে কপি, সেই কপি আমরা তাদের পরিষ্কার যে লড়াই ১০ তারিখ, ১২ তারিখ, ১৪ তারিখে আর জি করের বুকে যে ঘটনা ঘটেছে, তার জন্য আমরা তাঁর পদত্যাগের দাবি রেখেছি। তাহলে এই পদত্যাগের যে ডেপুটেশন সম্মানিত কপি সেটা তাঁর সামনে পড়া হয়।'
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে