কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা : নিয়োগ বিতর্কের মধ্যেই জুন মাসজুড়ে কলেজ সার্ভিস কমিশনের (College Service Commission) ইন্টারভিউ স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হল। কলেজ সার্ভিস কমিশন বিজ্ঞপ্তিতে জানিয়েছে, জুন মাসে ইন্টারভিউ (Interview) স্থগিত রাখা হবে। ইন্টারভিউ হবে জুলাইয়ে। কমিশনের দফতর সংস্কারের জন্যই এই সিদ্ধান্ত।
যদিও কদিন আগেই কলেজ সার্ভিস কমিশনের নিয়োগে দুর্নীতির অভিযোগ তুলে পথে নেমেছিলেন চাকরিপ্রার্থীরা। এমনকী রাষ্ট্রবিজ্ঞানের তালিকায় অঙ্কিতা অধিকারীর (Ankita Adhikary) নাম থাকা নিয়ে ছড়িয়েছে চাঞ্চল্য। এই পরিস্থিতিতে ইন্টারভিউ স্থগিত রাখা নিয়ে তৈরি হয়েছে জল্পনা। যদিও কলেজ সার্ভিস কমিশন জানিয়েছে, দফতরের আপগ্রেডেশনের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিক্ষোভ চাকরিপ্রার্থীদের
যোগ্যতা থাকা সত্ত্বেও নিয়োগ থেকে বঞ্চিত হয়েছেন অনেকে। কলেজ সার্ভিস কমিশনের চেয়ারম্যানের পদত্যাগ ও তদন্তের দাবিতে ক'দিন আগেই কলেজ স্ট্রিট মোড়ে বিক্ষোভে সামিল ২০১৮-র মেধা তালিকাভুক্ত চাকরিপ্রার্থীরা। কলেজ সার্ভিস কমিশনের চেয়ারম্যান দীপক কর জানিয়েছেন, নিয়োগে দুর্নীতির অভিযোগ ভিত্তিহীন। সবকিছু নিয়ম মেনেই হয়েছে।
কলেজে অধ্যক্ষ নিয়োগ
স্কুলে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে রাজ্য রাজনীতি। জল গড়িয়েছে আদালত পর্যন্ত ! স্কুলে শিক্ষক নিয়োগ নিয়েই একাধিক মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে। এই আবহে এবার কলেজ অধ্যক্ষ নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে কিছুদিন আগেই। ১০ জুন পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। আবেদনের যোগ্যতামান কী?
- ৪০-৫৫ বছর বয়সীরা যোগ্যতা অনুসারে কলেজ অধ্যক্ষ পদে আবেদন করতে পারবেন।
- জেনারেল ক্যাটেগরিতে আবেদন ফি ৫ হাজার টাকা।
- অধ্যক্ষ পদে আবেদনের যোগ্যতা যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় অথবা শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতকোত্তরে কমপক্ষে ৫৫ শতাংশ নম্বর, পিএইচডি ডিগ্রি, অ্যাসোসিয়েট প্রোফেসর অথবা প্রোফেসর পদে অন্তত ১৫ বছর পড়ানোর অভিজ্ঞতা।
আরও পড়ুন-অবশেষে স্বস্তির বৃষ্টি, গরম থেকে মুক্তির ইঙ্গিত? কী জানাচ্ছে আবহাওয়া দফতর
Education Loan Information:
Calculate Education Loan EMI