কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: "সিবিএসই-র (CBSE) ফলপ্রকাশের আগে কলেজে ভর্তির আবেদনের শেষদিন ঘোষণা কেন'' প্রশ্ন তুলে উপাচার্য-কলেজ অধ্যক্ষদের চিঠি ইউজিসি-র (University Grants Commission)। সিবিএসই দ্বাদশের ফল ঘোষণার পর নির্দিষ্ট হোক স্নাতকে আবেদনের শেষদিন। রাজ্যকে আর্জি ইউজিসি-র। যদিও আপাতত কলেজে ভর্তির নির্ঘণ্টের বদল নয় বলে জানিয়ে দিল রাজ্য সরকার (West Bengal)। সিবিএসই-র ফলের দিন ঘোষণার পর পর্যালোচনার আশ্বাস রাজ্যের। ১৮ জুলাই থেকে ৫ অগাস্ট রাজ্যে স্নাতকের অনলাইনে ভর্তির আবেদন করা যাবে বলে। 




কলেজ-বিশ্ববিদ্যালয়ে ভর্তির বিজ্ঞপ্তি জারি: কলেজ-বিশ্ববিদ্যালয়ে (College University) ভর্তির বিধি (Admission) ও নির্ঘণ্ট আগেই ঘোষণা করেছে সরকার (West Bengal Governmnet)। স্নাতক স্তরে ১৮ জুলাই থেকে অনলাইনে ভর্তির আবেদন। স্নাতকে ১৫ সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে ভর্তির প্রক্রিয়া। স্নাতকোত্তরে ভর্তির আবেদন শুরু ১ সেপ্টেম্বর।  বিজ্ঞপ্তি জারি করে উচ্চ শিক্ষা দফতর জানায়, ভর্তি চলাকালীন ক্যাম্পাসে সশরীরে হাজির হতে পারবেন না পড়ুয়ারা। আবেদনের জন্য কোনও ফি নেওয়া যাবে না। ভর্তির ফি জমা দিতে হবে অনলাইনে। কেন্দ্রীয় অনলাইনের পথ থেকে সরে এসেছে রাজ্য। গত সপ্তাহেই শিক্ষামন্ত্রী জানিয়েছেন, এবছর কেন্দ্রীয় অনলাইনে ভর্তি প্রক্রিয়া স্থগিত রাখা হচ্ছে। কলেজ-বিশ্ববিদ্যালয় ভিত্তিক অনলাইনে ভর্তির বিজ্ঞপ্তি ঘোষণা করল সরকার।




গত মাসে ১০ তারিখ প্রকাশিত হয়েছে উচ্চ মাধ্যমিকের ফল। আইসিএস এবং সিবিএসই- দ্বাদশের দ্বিতীয় দফার ফল এখনও প্রকাশ হয়নি। এদিকে ভর্তিতে স্বচ্ছতা আনতে কেন্দ্রীয়ভাবে অনলাইনের পথে যাওয়ার তোড়জোড় শুরু করেছিল রাজ্য। তৈরি হয়েছিল পোর্টালও। কিন্তু এই ঘোষণার এক মাসের মধ্যেই চলতি সপ্তাহে মঙ্গলবার শিক্ষামন্ত্রী জানিয়ে দিলেন, এবছর হচ্ছে না কেন্দ্রীয় অনলাইনে ভর্তি। উচ্চ শিক্ষা দফতর জানিয়েছে, কলেজ-বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে আবেদনের জন্য টাকা নেওয়া যাবে না। শুধুমাত্র ভর্তির ফি বাবদ টাকা নেওয়া যাবে। স্নাতকোত্তর স্তরে নিজের বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের জন্য ৮০ শতাংশ আসন সংরক্ষিত থাকবে। বাকি ২০ শতাংশ থাকবে অন্য বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের জন্য। 

 




Education Loan Information:

Calculate Education Loan EMI