কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান: হাত, চোখ বেঁধে লুঠপাট। ডাকাতির ঘটনায় আতঙ্ক পূর্ব বর্ধমানের (East Burdwan) আউশগ্রাম থানার পলাশতলা এলাকায়। টাকা, গয়না তো বটেই যাবতীয় প্রয়োজনীয় লুঠ করার অভিযোগ তুলেছেন পরিবারের সদস্যরা। 


ডাকাতির ঘটনায় আতঙ্ক: পলাশতলার বাসিন্দা অপূর্ব দত্ত বর্তমানে সাউথ আফ্রিকায় কর্মরত। শনিবারই বাড়ি ফিরেছেন তিনি। তারপরই এই ঘটনা। পরিবারের সদস্যদের অভিযোগ, ডাকাতির আগে দুষ্কৃতীরা বাড়ির পিছনে খাওয়া দাওয়া এমনকি শৌচকর্মও করে। তারপরেই বাড়ির সদর দরজার তালা ভেঙে বাড়িতে চড়াও হয়ে প্রথমে বাড়ির পুরুষদের হাত ও চোখ বেঁধে দেয়। এরপরই বাড়িতে ঢুকে নির্বিচারে লুঠপাট চালায়। পরিবারের অভিযোগ, ৩ ভরি সোনা,৫ ভরি রুপো, ৩০০ ইউএস ডলার ও ৩০০০ জাম্বিয়ান কোয়াচা, বেশ কিছু শাড়ি ও ব্ল্যাঙ্কেট এমনকি পরিবারের সদস্যদের ভোটার,আধার কার্ড-সহ বিভিন্ন নথি নিয়ে চম্পট দেয়। ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের করেছে পরিবার। অভিযোগের পরিপেক্ষিতে তদন্ত শুরু করেছে আউশগ্রাম থানার পুলিশ।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  


আরও পড়ুন: Adhir Chowdhury: লোকসভায় সাসপেন্ড অধীর চৌধুরী