রাজীব চৌধুরী, অর্ণব মুখোপাধ্য়ায় ও অনির্বাণ বিশ্বাস, কলকাতা : রাষ্ট্রপতির আমন্ত্রণে সাড়া দিয়ে, G-20 র (G 20 Summit) ডিনারে যোগ দিয়েছিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায় (Mamata Banerjee)। তা নিয়ে মুখ্য়মন্ত্রীকে কড়া আক্রমণ শানিয়েছেন, অধীর চৌধুরী। লোকসভার নেতা বলেন, নৈশভোজে যোগীর সঙ্গে গল্প করছে, আর বাংলায় এসে কংগ্রেসকে (Congress) খতম করছে। এটাই দিদির ইন্ডিয়ার (I.N.D.I.A) ফর্মুলা। পাল্টা জবাব দিতে দেরী করেনি তৃণমূল (TMC)।
জি-টোয়েন্টি সম্মেলন উপলক্ষে, রবিবার, রাষ্ট্রপতির ডাকা নৈশভোজের মেনু ছিল নিরামিষ (Vegeterian), কিন্তু তাতে ভরপুর বিরোধীদের সমালোচনার ঝাঁঝ ! আগ বাড়িয়ে নৈশভোজে কেন গেলেন বাংলার মুখ্য়মন্ত্রী ? অনেক মুখ্য়মন্ত্রীই তো প্রত্য়াখ্য়ান করেছেন, উনি করলেন না কেন ? যেখানে সংসদের বিরোধী দলের নেতা মল্লিকার্জুন খাড়গেকে আহ্বান জানানো হয়নি, সেখানে তো মমতা বন্দ্য়োপাধ্য়ায় না গেলেও পারতেন, এমন একাধিক প্রশ্ন তুললেন প্রদেশ কংগ্রেস (Congress) সভাপতি।
২৪-এর লোকসভা ভোটে (Lok Sabha Election 2024) মোদি সরকারকে হঠাতে জাতীয় স্তরে জোটবদ্ধ হয়েছে বিরোধী দলগুলি। তবে রাজ্যস্তরে জোট ফলপ্রসু হবে কি না, সেই জল্পনা জিইয়ে রেখেছে কংগ্রেস, তৃণমূল, দু-দলই। আর এই প্রেক্ষাপটেই, মমতা বন্দ্যোপাধ্যায়ের যোগ দেওয়া নিয়ে, সরব হয়েছেন অধীর চৌধুরী। শনিবার ভারত মণ্ডপমে আয়োজিত নৈশভোজে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর মতোই ইন্ডিয়া জোটের প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, ঝাড়খণ্ডের হেমন্ত সোরেন। একটি ছবিতে দেখা যাচ্ছে, মমতা বন্দ্য়োপাধ্য়ায়, হেমন্ত সোরেনরা যেখানে দাঁড়িয়ে, তার পাশেই একটি চেয়ারে বসে রয়েছেন বিজেপি শাসিত উত্তরপ্রদেশের মুখ্য়মন্ত্রী যোগী আদিত্য়নাথ (Yogi Adityanath)। যা নিয়ে রবিবারের পর, সোমবারও আক্রমণ শানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি।
অধীর চৌধুরীর আক্রমণ, 'নৈশভোজে যোগীর সঙ্গে গল্প করছে। আলোচনা করছে। আর বাংলায় এসে কংগ্রেসকে খতম করছে। এটাই দিদির ইন্ডিয়ার ফর্মুলা।' কার্যত একই সুরে সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেছেন, 'ঠিকই তো। উনি নাকি ইন্ডিয়া জোটের নেত্রী। আর এখানে বিরোধিদের খতম করছে।' যা নিয়ে পাল্টা আক্রমণ শানিয়ে তৃণমূল।
রাষ্ট্রপতির ডাকা নৈশভোজে যোগ দেওয়ায়, বাংলার মুখ্যমন্ত্রীকে অধীর চৌধুরী তীব্র আক্রমণ করলেও, তাৎপর্যপূর্ণভাবে সেই একই অনুষ্ঠানে যোগ দিয়েছেন, কংগ্রেস শাসিত হিমাচলপ্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু। একেবারে মোদির পাশে দাঁড়িয়ে তাঁকে ছবিও তুলতে দেখা গেছে। যদিও রাষ্ট্রপতির ডাকা নৈশভোজে যোগ দেননি প্রাক্তন প্রধানমন্ত্রী ও কংগ্রেস নেতা মনমোহন সিং, প্রাক্তন প্রধানমন্ত্রী ও JDS নেতা HD দেব গৌড়া, কংগ্রেস শাসিত রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গহলৌত, কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া, ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল, দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির অরবিন্দ কেজরিওয়াল, সিপিএম শাসিত কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডি ও তেলঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও।
আরও পড়ুন- ১১ দিনের বিদেশ সফরে মমতা, মুখ্যমন্ত্রীর প্রতিনিধিদলে কারা ?
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন