কলকাতা: পুরভোটের (KMC Election 2021) দিন রাস্তায় ফেলে কংগ্রেস (Congress) প্রার্থীকে মারধরের ঘটনায় হাইকোর্টে হল মামলা। নিরাপত্তা চেয়ে আদালতের দ্বারস্থ হলেন ১৬ নম্বর ওয়ার্ডের প্রার্থী রবি সাহা (Rabi Saha)। শুনানি হবে কাল। হামলার প্রতিবাদে মিছিল করে কংগ্রেস।
কলকাতা পুরভোটে কংগ্রেস প্রার্থীকে কার্যত বিবস্ত্র করে বেধড়ক মার। ভাইরাল হওয়া এই ভিডিও ঘিরে ব্যাপক শোরগোল পড়েছে। এই ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। ছবিতে দেখা যাচ্ছে, ১৬ নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী রবি সাহাকে রাস্তায় ফেলে মারধর করা হচ্ছে। এই নিয়ে তৃণমূলকে তীব্র আক্রমণ করেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। যদিও, দলীয় যোগ অস্বীকার করেছে তৃণমূল। এবার যার জল গড়াল আদালত পর্যন্ত।নিরাপত্তা চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন পরাজিত কংগ্রেস প্রার্থী রবি সাহা। তাঁর মামলা গ্রহণ করেছে আদালত। বৃহস্পতিবার বিচারপতি রাজশেখর মান্থার বেঞ্চে হবে শুনানি।
কংগ্রেস প্রার্থীর অভিযোগ, থানায় অভিযোগ জানালেও কোনও ব্যবস্থাই নেয়নি পুলিশ। কংগ্রেস প্রার্থীর আইনজীবী কৌস্তভ বাগচী বলেন, “ভিডিওগ্রাফ করে ছড়িয়ে দিয়েছে তৃণমূল, এটা মানুষের সম্মানের প্রশ্ন। যা করার ছিল তা পুলিশ করেনি। পুলিশ দলদাস হিসেবে কাজ করেছে। একজন প্রার্থীকে যদি এভাবে ফেস করতে হয় তাহলে সাধারণ মানুষের কী অবস্থা হবে?’’ দলীয় প্রার্থীকে মারধরের প্রতিবাদে, বুধবার বিকেলে হেদুয়া পার্ক থেকে মানিকতলা পর্যন্ত মিছিল করে কংগ্রেস। ১৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী স্বপন দাস অবশ্য আগেই দাবি করেছেন, কংগ্রেস প্রার্থী মত্ত অবস্থায় মহিলাদের সঙ্গে অশালীন আচরণ করছিলেন। তাই এলাকার মহিলারাই তাঁকে মারধর করে। তৃণমূলের সঙ্গে এই ঘটনার কোনও যোগ নেই।
এদিকে পুরভোটে সন্ত্রাসের অভিযোগে কলকাতা হাইকোর্টে বিজেপি ও সিপিএমের মামলার শুনানি হবে বৃহস্পতিবার। পুরভোটে ভুয়ো ভোটার ও একাধিক অসঙ্গতির অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন ৩৬ ও ১২৬ নম্বর ওয়ার্ডের দুই বাম প্রার্থী। মামলার শুনানি হবে ৬ জানুয়ারি।