সাগরদিঘি (মুর্শিদাবাদ) : মাঝে এক সপ্তাহের ব্যবধান। তার আগে সাগরদিঘির (Sagardighi) সভা থেকে চাঞ্চল্যকর অভিযোগ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তাঁর দাবি, কংগ্রেস প্রার্থীর সঙ্গে বিজেপির যোগ রয়েছে। কংগ্রেস জিতলেই ২৪ ঘণ্টার মধ্যে বিজেপিতে চলে যাবে।" এমনই মন্তব্য করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। 


"একমাস আগে এখানে সভা করে বিজেপির বিরোধী দলনেতা বলেছেন, সনাতনী হিন্দু বুথগুলিতে বিজেপি যাতে জেতে সেটা তো আমি করব, কিন্তু, সংখ্যালঘু বুথে যাতে জোড়াফুল না ফোটে তার ব্যবস্থাও আমি করে এসেছি। আমি বলছি না...শুনুন"। এমনই মন্তব্য করে এরপর একটি অডিও ক্লিপ সভামঞ্চ থেকে শোনান অভিষেক। শুভেন্দুর বিরুদ্ধে আক্রমণ শানান। সভায় উপস্থিত কর্মী-সমর্থকদের উদ্দেশে প্রশ্ন ছুড়ে দেন, কার সাথে হাত মিলিয়েছেন ? মীরজাফরের নাম কী ? আর এই জেলার মীরজাফরের নাম কী ? শুভেন্দু অধিকারীর সঙ্গে কংগ্রেস প্রার্থীর ছবি-সম্বলিত ফেস্টুন তুলে ধরে একের পর এক তোপ দেগে যান তৃণমূল সাংসদ।


সুর চড়িয়ে তিনি বলেন, "রাম-বাম চোরে চোরে মাসতুতো ভাই। সংখ্যালঘু বুথগুলোতে জোড়া ফুল জিতবে না কীভাবে বলছেন ?" এর পাশাপাশি সাগরদিঘির সভা থেকে অধীরকে মীরজাফর বলে আক্রমণ করেন অভিষেক। তিনি প্রশ্ন তোলেন, 'অমিত শাহের বাহিনী নিয়ে চলছেন কেন অধীর চৌধুরী ? যারা এনআরসি-র কথা বলে, তাদের বাহিনী নিরাপত্তা দিচ্ছে অধীর চৌধুরীকে। বাংলার পুলিশ, দিদির পুলিশে ভরসা নেই অধীর চৌধুরীর। দাদার পুলিশ, অমিত শাহর পুলিশে ভরসা অধীর চৌধুরীর।' মুর্শিদাবাদের বুকে এত বড় মীরজাফর নেই বলেও অধীরকে নিশানা করেন অভিষেক। তিনি বলেন, "আজ ১০০ দিনের কাজে ১৭ লক্ষ পরিবারের টাকা কেন্দ্রের মোদি সরকার আটকে রেখে দিয়েছে। ইচ্ছাকৃতভাবে, গোজোয়ারি করে গায়ের জোরে আটকে রেখে দিয়েছে। অধীর চৌধুরীকে একদিনও সংসদের বুকে প্রশ্ন করতে দেখা যায়নি, যে বাংলার টাকা কেন বন্ধ করে রাখা হয়েছে।"


গতবছর ২৯ ডিসেম্বর, সাগরদিঘির তৃণমূল বিধায়ক ও খাদ্য প্রক্রিয়াকরণ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সুব্রত সাহার মৃত্যু হয়। ২০ দিনের মধ্যেই নির্বাচন কমিশন জানিয়ে দেয়, ২৭ ফেব্রুয়ারি সেখানে উপনির্বাচন হবে। ভোটের আগে ভিন্ন রাজনৈতিক দলের প্রচারে জমে উঠেছে সাগরদিঘি। এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী (TMC Candidate) করেছে দেবাশিস বন্দ্যোপাধ্যায়কে (Debashish Banerjee)। বিজেপির প্রার্থী হয়েছেন তৃণমূল ছেড়ে বিজেপিতে আসা দিলীপ সাহা। অন্যদিকে, কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাসকে সমর্থনের সিদ্ধান্ত নিয়েছে বামফ্রন্ট (Left Front)।


আরও পড়ুন ; "বাংলার টাকা কেন আটকে, সংসদে একদিনও জানতে চাননি", অভিষেকের নিশানায় অধীর