সাগরদিঘি(মুর্শিদাবাদ) : একসময়ের গড়। ঘোর বাম জমানাতেও তিনি দাপট দেখিয়েছেন। অধীর চৌধুরীর (Adhir Chowdhury) সেই মুর্শিদাবাদে এখন ক্ষমতা বাড়িয়েছে ঘাসফুল শিবির। কিন্তু, এখনও পাশা বদলে দিতে পারেন তিনি। অন্তত রাজনৈতিক ওয়াকিবহাল মহল এমনই বলে। তাই, নবাবের জেলায় কোনও ভোট হবে, আর অধীর চৌধুরীর কথা উঠবে না, এমনটা সম্ভব নয়। এবারও উঠল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বক্তব্যে। সাগরদিঘি উপনির্বাচন উপলক্ষে আয়োজিত সভা অধীরকে নিশানা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। 


সুর চড়ালেন অভিষেক-


অধীরকে আক্রমণ করে অভিষেক বললেন, "আজ ১০০ দিনের কাজে ১৭ লক্ষ পরিবারের টাকা কেন্দ্রের মোদি সরকার আটকে রেখে দিয়েছে। ইচ্ছাকৃতভাবে, গোজোয়ারি করে গায়ের জোরে আটকে রেখে দিয়েছে। অধীর চৌধুরীকে একদিনও সংসদের বুকে প্রশ্ন করতে দেখা যায়নি, যে বাংলার টাকা কেন বন্ধ করে রাখা হয়েছে। এনআরসি নিয়ে ২০১৯ সালে আইন পাশ হল, রাস্তায় কংগ্রেসের বাবুদের নামতে দেখা যায়নি । একমাত্র রাস্তায় নেমেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী।


কংগ্রেস প্রার্থী নিয়েও তুললেন প্রশ্ন। তাঁর বক্তব্য, "কংগ্রেসের যে প্রার্থী হয়েছেন, তিনি কংগ্রেস প্রার্থী নন। পদ্মফুল মনোনিত হাতচিহ্নের প্রার্থী।" অভিষেক বলেন, "আমি দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি, যদি একটা বুথ বা একটা অঞ্চল থেকে কংগ্রেস বা বিজেপি জেতে, মুর্শিদাবাদের মানুষ তাকিয়ে আছে। দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী বাংলার মানুষের স্বার্থে নিজের জীবন বাজি রেখে, নিজের জীবন বিপন্ন করে লড়াই করছেন। আত্মসমর্পণ করেননি, মাথা নত করেননি। তাদের কাছে মেরুদণ্ড বিক্রি করেননি। সারা ভারতের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী, যে বাংলার জন্য পরিশ্রম করছেন। কাজ করছেন।" 


অভিষেকের এই বক্তব্য নিয়ে এখনও পর্যন্ত কংগ্রেসের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


প্রসঙ্গত, গতবছর ২৯ ডিসেম্বর, সাগরদিঘির তৃণমূল বিধায়ক ও খাদ্য প্রক্রিয়াকরণ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সুব্রত সাহার মৃত্যু হয়। ২০ দিনের মধ্যেই নির্বাচন কমিশন জানিয়ে দেয়, ২৭ ফেব্রুয়ারি সেখানে উপনির্বাচন হবে। এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী (TMC Candidate) করেছে দেবাশিস বন্দ্যোপাধ্যায়কে (Debashish Banerjee)। বিজেপির প্রার্থী হয়েছেন তৃণমূল ছেড়ে বিজেপিতে আসা দিলীপ সাহা। অন্যদিকে, কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাসকে সমর্থনের সিদ্ধান্ত নিয়েছে বামফ্রন্ট (Left Front)।


আরও পড়ুন ; সাগরদিঘি উপনির্বাচনে কংগ্রেস প্রার্থীকে বামেদের সমর্থন, পঞ্চায়েত ভোটে জোট সম্ভাবনা ?