কলকাতা: স্কুলে নিয়োগ দুর্নীতি (SSC Scam) মামলায় পার্থ চট্টোপাধ্যায় (partha chatterjee) ও অর্পিতা মুখোপাধ্যায়কে (arpita mukherjee) গ্রেফতারির (arrest) ঘটনায় ইডি-কে (ED) ধন্যবাদ জানাতে সিজিও কমপ্লেক্সের (CGO Complex) বাইরে কংগ্রেসের (Congress ) জমায়েত। ফুল-মিষ্টি নিয়ে হাজির হন কংগ্রেস কর্মীরা। ভিতরে ঢুকতে না দেওয়ায় সিজিও কমপ্লেক্সের বাইরে থেকেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেকট-কে ধন্যবাদ জানিয়েছেন কংগ্রেস কর্মীরা।
আগেই সরব কংগ্রেস...
বাকি বিরোধীদের মতো কংগ্রেসও প্রথম থেকে পার্থ-অর্পিতার গ্রেফতারি নিয়ে সুর চড়িয়েছে। দুটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে ইডি যে বিপুল পরিমাণ অর্থ উদ্ধার করেছে, তা নিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী দিন তিনেক আগেই বলেন, 'প্রথম দিনই বলেছিলাম মশৈলের চূড়ামাত্র, মমতা বাংলার মানুষকে এই দৃশ্য দেখিয়ে দিলেন।' হালে আবার সংযোজন 'তৃণমূলের ভোটার, সমর্থকরা সৎ, তাঁদের সততা, আন্তরিকতাকে তৃণমূলের নেতারা ব্যবহার করে ধনকুবেরে রূপান্তরিত হয়েছে। বাংলার মানুষ নতুন চেহারা দেখছেন তৃণমূলের। এই তৃণমূলকে দেখে বাংলার মানুষ ভোট দেয়নি।' তবে এদিন যে ভাবে সিজিও কমপ্লেক্সের বাইরে ধন্যবাদ জানাতে হাজির হয়েছিলেন কংগ্রেস কর্মীরা, তা অবশ্য এ যাবৎকালে নজরে আসেনি কারও।
তদন্ত যেখানে...
এসএসসি দুর্নীতি মামলায় পার্থ-অর্পিতাকে গ্রেফতার করেছে ইডি। তদন্তকারী সংস্থা সূত্রে খবর, অর্পিতার দুটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে প্রায় ৫০ কোটি টাকা, বিপুল গয়না ও একাধিক নথির হদিশ পাওয়া গিয়েছে। এখন ইডি-র রেডারে একাধিক জমির প্লট। সূত্রের খবর, অর্পিতা ও তাঁর আত্মীয়দের নামে কেনা হয়েছিল জমিগুলি। খোঁজ মিলেছে একাধিক রিয়েল এস্টেটেরও। তা ছা়ড়া বেশ কিছু অ্যাকাউন্টের কথাও জেনেছে ইডি, বলছে সূত্র। এর মধ্যে ৮টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে খবর। ভুয়ো কোম্পানির ওই অ্যাকাউন্টের মাধ্যমে কোটি কোটি টাকা বেআইনিভাবে লেনদেন করা হয়েছে। এই ধরনের ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে কোনও লেনদেন করা যাবে না বলেই সেগুলি ফ্রিজ করে দিল ইডি। ইডি আধিকারিকরা আরও জানিয়েছেন, পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়ের একাধিক ব্যাঙ্ক অ্য়াকাউন্ট রয়েছে। কিন্তু এই মুহূর্তে তাঁরা ইডি হেফাজতে। তাই কোনও লেনদেনই করতে পারবেন না। সূত্রের খবর, আগামীদিনে পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়ের ব্যাঙ্ক অ্যাকাউন্টও ফ্রিজ করা হতে পারে।
আরও পড়ুন:তৃণমূলের ভয় দেখানোর সময় শেষ, এবার কথা বলবে ইডি, আদালত: দিলীপ