বিজেন্দ্র সিংহ, কলকাতা: এবার দিল্লির দরবারে DA-আন্দোলন। কলকাতা থেকে প্রায় দেড় হাজার কিলোমিটার দূরে, রাজধানীর যন্তর মন্তরে আজ ও কাল ধর্নায় বসছে সংগ্রামী যৌথ মঞ্চ। ইতিমধ্যেই সেখানে পৌঁছে গিয়েছেন DA-আন্দোলনকারীরা।                                 

  


দিল্লিতে বকেয়া DA-এর দাবি জানানো ছাড়াও অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ এবং স্বচ্ছভাবে শূন্যপদে নিয়োগের দাবিতেও সরব হবে সংগ্রামী যৌথ মঞ্চ। রাষ্ট্রপতি, উপ রাষ্ট্রপতি, কেন্দ্রীয় অর্থ ও শিক্ষামন্ত্রীকে ডেপুটেশন দেওয়ারও কর্মসূচি রয়েছে DA-আন্দোলনকারীদের। এর পাশাপাশি, কলকাতার শহিদ মিনারে চলছে সংগ্রামী যৌথ মঞ্চের ধর্না-অবস্থান। এদিন ৭৪ দিনে পড়ল রাজ্য সরকারি কর্মীদের আন্দোলন।                                                           


কলকাতার শহিদ মিনার থেকে দিল্লির যন্তর মন্তর। বাংলার সরকারি কর্মীদের বকেয়া DA-এর দাবিতে আন্দোলনের আঁচ পড়তে চলেছে, প্রায় দেড় হাজার কিলোমিটার দূরে, দেশের রাজধানীতেআজ ও কাল যন্তর-মন্তরে সংগ্রামী যৌথ মঞ্চের ধর্না কর্মসূচি। গতকাল সংগঠনের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, “মাননীয় রাষ্ট্রপতি, মাননীয় উপরাষ্ট্রপতি, কেন্দ্রীয় অর্থ এবং শিক্ষামন্ত্রীকে আমাদের ডেপুটেশন দেওয়ার কথা আছে। এরই সাথে সংগ্রামী যৌথ মঞ্চের যে অবস্থান মঞ্চ শহিদ মিনারে চলছে, সেটাও কিন্তু সমানভাবে চলতে থাকবে।’’                                      

রবিবার দিল্লির উদ্দেশে রওনা দেয় আন্দোলনকারীদের দ্বিতীয় দল। এদিন হাওড়া ও শিয়ালদা থেকে ৩টি ট্রেনে, দিল্লি রওনা দেন প্রায় ৩০০ জন ডিএ-আন্দোলনকারী। দিল্লির দরবারে বকেয়া DA-এর দাবি জানানোর পাশাপাশি অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ এবং স্বচ্ছভাবে শূন্যপদে নিয়োগের দাবিতেও সরব হবে সংগ্রামী যৌথ মঞ্চ। ষষ্ঠ বেতন কমিশন অনুযায়ী, বর্তমানে কেন্দ্রের সঙ্গে রাজ্য সরকারি কর্মচারিদের DA-এর ফারাক ৩৬ শতাংশ। বকেয়া DA নিয়ে মামলা এখন সুপ্রিম কোর্টের বিচারাধীন। মঙ্গলবার, সেই মামলার শুনানি হওয়ার কথা। তার আগেই বকেয়া DA-এর দাবিতে দিল্লিতে ধর্নায় বসছেন সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা।


আরও পড়ুন: Coochbehar: দুয়ারে পঞ্চায়েত ভোট, বুথে শক্তি বৃদ্ধির কৌশল নিয়ে এগোচ্ছে তৃণমূল কংগ্রেস