India Post Payments Bank: ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক (IPPB) বিভিন্ন ম্যানেজার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যোগ্য প্রার্থীরা ব্যাঙ্কের বিজ্ঞপ্তি দেখে এই পদগুলির জন্য আবেদন করতে পারেন। অনলাইনে রেগুলার স্কেল II, III, IV, V, VI-এ হবে এই নিয়োগ। 

Senior Manager – 01

Chief Manager – 02

Assistant General Manager – 03

Deputy General Manager – 01

শিক্ষাগত যোগ্যতা:যেকোনও বিষয়ে স্নাতক বা, স্নাতকোত্তর / ইঞ্জিনিয়ারিং বা স্নাতকোত্তর / তথ্য প্রযুক্তি বা কম্পিউটার বিজ্ঞানে স্নাতক বা কম্পিউটার অ্যাপ্লিকেশনে স্নাতকোত্তর।

অথবা, ICAI থেকে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (CA)।

অথবা, বিএসসি। ইলেকট্রনিক্স, পদার্থবিদ্যা, কম্পিউটার বিজ্ঞান, তথ্য প্রযুক্তিতে প্রয়োজনীয় পদ অনুযায়ী যোগ্যতা। প্রার্থীদের অফিসিয়াল বিজ্ঞপ্তিতে দেওয়া সমস্ত পোস্ট-সম্পর্কিত যোগ্যতা পড়ার জন্য অনুরোধ করা হচ্ছে।

পদের নাম                          বয়স                             বেতনম্যানেজার                      ২৩ থেকে ৩৫ বছর             ১,৪৭,০০০সিনিয়র ম্যানেজার          ২৬ থেকে ৩৫ বছর              ১,৮৬,০০০ চিফ ম্যানেজার                ২৯ থেকে ৪৫ বছর               ২, ২১,০০০অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার ২৩ থেকে ৪৫ বছর      ২,৬২,০০০ডেপুটি জেনারেল ম্যানেজার    ৩৫ থেকে ৫৫ বছর          ৩,২৭,০০০

গুরুত্বপূর্ণ তারিখ: অনলাইনে আবেদনপত্র রেজিস্ট্রেশন খোলার তারিখ – 02.03.2023, 10.00 AM

ফি সহ আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ - 22.03.2023, 11.59 PM

Bose Institute Recruitment: বোস ইনস্টিটিউট সিনিয়র প্রজেক্ট অ্যাসোসিয়েটের জন্য অস্থায়ী পদে নিয়োগ হচ্ছে। প্রাথমিকভাবে এক বছরের জন্য নিয়োগ করা হবে বাছাইপ্রার্থীকে। তবে মূল্যায়ন সাপেক্ষে তিন বছর পর্যন্ত এই চাকরি রিনিউ হতে পারে। ইচ্ছুক  প্রার্থীরা উল্লিখিত পদের জন্য আবেদন করার আগে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখে নিন। 

Jobs In Kolkata: সিনিয়র প্রজেক্ট অ্যাসোসিয়েট

Project Name: Understanding the response of a few phytochemicals on bacterial quorum sensing and associated biofilm formation.

শিক্ষাগত যোগ্যতা: একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে জীবন বিজ্ঞান, বায়োটেকনোলজি, বা মেডিসিনে স্নাতকোত্তর ডিগ্রি বা সমতুল্য ডিগ্রি থাকতে হবে চাকরিপ্রার্থীর।

আরও পড়ুন : Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে চাকরির বিজ্ঞপ্তি, এই পদগুলিতে হবে নিয়োগ

 


Education Loan Information:

Calculate Education Loan EMI