সমীরণ পাল, বারাসাত: RG কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের জুনিয়র চিকিৎসককে ধর্ষণ ও খুনের (RG kar doctor death protest) বিচার চেয়ে ও দোষীদের শাস্তির দাবিতে রাজ্যজুড়ে প্রতিবাদ সভা করছে তৃণমূল কংগ্রেস (TMC)। এবার সেই প্রতিবাদ সভা থেকে বিরোধীদের হুমকি দিলেন এক তৃণমূল নেতা। বিষয়টি প্রকাশ্যে আসার পর তীব্র উত্তেজনা ছড়িয়েছে।


আরও পড়ুন: RG Kar Protest : সরল লোহার ব্যারিকেড, আন্দোলনকারীদের দাবি মানল পুলিশ, কী ঘটতে চলেছে এরপর?


মঙ্গলবার বারাসাত (Barasat) দু নম্বর পঞ্চায়েত সমিতিতে রাজ্য সরকারের সরকারি কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে আরজি কর কাণ্ডের প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছিল। সেখানে বক্তব্য রাখতে গিয়ে বিরোধীদের হুমকি দিলেন বারাসাত দু'নম্বর পঞ্চায়েত সমিতির পূর্ত পরিবহন দফতরের কর্মাধ্যক্ষ আসের আলি মল্লিক।


আরও পড়ুন: West Bengal Aparajita Bill 2024: RG কর কাণ্ডের জের, বিধানসভায় পাস ধর্ষণবিরোধী 'অপরাজিতা বিল', দেশের মধ্যে এই প্রথম


বক্তব্য রাখতে গিয়ে  তিনি বলেন,"বারাসাত ২ নম্বর পঞ্চায়েত সমিতির তৃণমূলের নেত্রী এবং আমার মা-বোনেদের-কে উদ্দেশ্য করে বলছি যদি কোন অপশক্তি, বিরোধী শক্তি বা উগ্রপন্থী আপনাদের দিকে চোখ তুলে তাকায় তাহলে আমরা তাদের চোখটা তুলে নেব এবং মাথা ভেঙে দেব।"


তাঁর মন্তব্যের কথা প্রকাশ্যে আসার পরেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তবে এই বিষয়ে কোনও রাজনৈতিক রং লাগানো ঠিক নয় বলে দাবি করছেন আসের আলি মল্লিক। তিনি দায়িত্ব নিয়ে বলেন, "কোন দলকে নির্দিষ্ট করে হুঁশিয়ারি বা হুমকি দিইনি। সারা রাজ্যজুড়ে আরজি কর কাণ্ড নিয়ে যেভাবে তোলপাড় চলছে তাই বারাসাত ২ নম্বর ব্লকের তৃণমূলের মহিলা নেত্রী এবং মা-বোনেদের সম্মানের দিকে তাকিয়ে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই কোনও সাম্প্রদায়িক শক্তি, উগ্রপন্থী শক্তি বা বিরোধী শক্তি আমাদের মা-বোনদের দিকে চোখ দেয় বা কু-নজরে তাকায় তাহলে তাদের চোখ তুলে নেব, তাদের মাথা ভেঙে দেব। এমন হুঁশিয়ারি দিয়েছি। এর সঙ্গে কোনও রাজনৈতিক সম্পর্ক আছে বলে আমার মনে হয় না।"


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: West Bengal Aparajita Bill 2024: ধর্ষণ, খুন এবং অ্যাসিড হামলাতেও মৃত্যুদণ্ডের বিধান, রাজ্যের 'অপরাজিতা বিল' কেন্দ্রীয় আইনের চেয়ে কোথায় আলাদা, বোঝালেন মমতা