কলকাতা: রাত দখলের পর পথ দখল। আন্দোলনকারী চিকিৎসকরা তাঁদের দাবিতে অনড়। দুপুর থেকে সন্ধে, রাত পেরিয়ে ১৯ ঘণ্টা পার--লালবাজারের সামনে অবস্থানে জুনিয়র ডাক্তাররা। অন্যদিক দিয়ে লালবাজারে এলেন কলকাতা পুলিশ কমিশনার ( Kolkata Police Commissioner) বিনীত গোয়েল। 


দাবিতে অনড় চিকিৎসকরা: আর জি কর-কাণ্ডে বিচার চেয়ে জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ কর্মসূচি। স্বতঃস্ফূর্ত সাড়ায় সেটাই যেন বদলে গেল নাগরিক সমাজের প্রতিবাদে। চিকিৎসক পড়ুয়াদের রাত জাগা আন্দোলনে সমর্থন জানিয়ে হাজির হলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া, সাধারণ নাগরিক থেকে শুরু করে বিশেষভাবে সক্ষম ব্যক্তিও। সিপি-র পদত্যাগ চেয়ে গতকাল দুপুর থেকে বি বি গাঙ্গুলি স্ট্রিটে লাগাতার অবস্থান চালিয়ে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। রাতে ট্রাম লাইনের ওপর বসেই খাওয়াদাওয়া সারেন তাঁরা। যে সব খাবারের প্যাকেট ও জলের বোতল রাস্তায় পড়েছিল, সকালে জুনিয়র ডাক্তাররা নিজেরাই তা পরিষ্কার করে দেন। শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি হওয়া সত্ত্বেও পড়ুয়া চিকিৎসকদের সামনে থেকে পুলিশের ব্যারিকেড সরছে না। অবস্থানের ১৯ ঘণ্টা পরেও নিজেদের অবস্থানে অনড় তাঁরা। জুনিয়র চিকিৎসকদের সাফ দাবি, 'সিপি-কে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলতে হবে নয়তো তাঁকে পদত্যাগ করতে হবে।' ২ দফায় লালবাজারের পক্ষ থেকে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের বোঝানোর চেষ্টা হলেও তাঁরা ব্যর্থ। এই আবহে এদিন লালবাজারে অন্যদিক দিয়ে ঢুকলেন সিপি। 


পুলিশ কমিশনারের পদত্যাগের দাবিতে গতকাল পথে নামেন জুনিয়র চিকিৎসকরা। লালবাজারে গিয়ে ডেপুটেশন দিতে চেয়েছিলেন তাঁদের প্রতিনিধিরা। কিন্তু বেন্টিঙ্ক স্ট্রিটের অনেক আগেই তাঁদের আটকে দেওয়া হয়। এরপর পুলিশ কমিশনারের প্রতিনিধি হিসেবে, ফিয়ার্স লেনে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলতে আসেন অতিরিক্ত পুলিশ কমিশনার অশেষ বিশ্বাস। তিনি জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধি দলকে লালবাজার যেতে বললেও আন্দোলনকারীরা রাজি হননি। তাঁরা জানান, বেন্টিঙ্ক স্ট্রিট পর্যন্ত যেতে দিলে তবেই লালবাজার যাবেন। ACP অশেষ বিশ্বাস চলে যাওয়ার পর, আন্দোলনকারীদের সঙ্গে কথা বলতে আসেন জয়েন্ট সিপি ট্রাফিক। কিন্তু তাঁকেও ফিরে যেতে হয়। একইভাবে গতকালও আন্দোলনকারীদের সঙ্গে দেখা না করেননি সিপিষ গতকাল রাত ৯টা ১৫ মিনিটে, লালবাজার থেকে বেরিয়ে যান পুলিশ কমিশনার বিনীত গোয়েল। তারপরও নিজেদের অবস্থানে অনড় থেকে ওখানেই বসে থাকেন আন্দোলনরত চিকিৎসকরা।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: R G Kar News: 'আনুগত্যের চাহিদা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি' আরজি কর কাণ্ডের প্রতিবাদে পুরস্কার ফেরত নাট্য পরিচালকের