অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: পার্কিং লটে তাঁর বরাদ্দ জায়গায় অন্যের গাড়ি কেন? অভিযোগ, রাগের চোটে সেই আবাসনের (Entally Parking Lot Fire) পার্কিং লটে ৩টি গাড়ি ও ৭টি মোটরবাইকে আগুন লাগিয়ে দিলেন এক ব্যক্তি। শুক্রবার, রাত ১টা নাগাদ এন্টালির একটি আবাসনে ঘটনাটি ঘটেছে। ধৃত বারুম খামরোজ একটি রেস্তোরাঁর মালিক। পুলিশ সূত্রে খবর, রাত দেড়টা নাগাদ খবর পেয়ে দমকলের দুটি ইঞ্জিন গিয়ে আগুন নেভায়। 


কী জানা গেল?
নিজের গাড়ির পার্কিংয়ের জায়গায় অন্য গাড়ি দাঁড়াতে দেখে রাগে মাথা ঠিক রাখতে পারেননি অভিযুক্ত, প্রাথমিক ভাবে এমনই শোনা গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন এন্টালি থানার পুলিশ আধিকারিকরা। আবাসনের সেক্রেটারি-সহ পদাধিকারিদের সঙ্গে কথা বলেন। স্থানীয়রাই প্রথমে খেয়াল করেন, একের পর এক গাড়ি জ্বলছে। পুলিশে খবর যায়। পরে সিসিটিভি চেক করলে উঠে আসে, এক ব্যক্তি রাত ১টা নাগাদ পার্কিং লটের সামনে দাঁড়িয়ে রয়েছেন। আরও দেখা যায়, লাথি মেরে একটি গাড়ির ট্যাঙ্ক ফুটো করে দিচ্ছেন তিনি, অভিযোগ এমনই। তার পর তাঁকে ধূমপান করতে দেখা যায়। সেখান থেকেই একের পর এক গাড়িতে আগুন লাগিয়ে দেন তিনি, দাবি পুলিশ সূত্রে। এই ঘটনার পর ওই ব্যক্তিকে গ্রেফতার করে। উঠে আসে, নিজের পার্কিং লটে অন্য গাড়ি দেখে মাথা গরম হয়ে গিয়েছিল তাঁর। সেখান থেকেই এই কাণ্ড। এলাকার বাসিন্দা থেকে আবাসনের মানুষ, সকলেই আতঙ্কিত হয়ে পড়েন। তদন্ত শুরু করেছেন এন্টালি থানার আধিকারিকরা। এর আগে পার্কিং ফি ঘিরে অনিয়মের অভিযোগে তুলকালাম হয়েছিল হাওড়ার ক্রিসমাস কার্নিভালে।  পরিস্থিতি এতটাই তপ্ত হয়ে ওঠে যে কার্নিভাল বন্ধ হয়ে যায়। পরে অবশ্য তা ফের চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।


অন্তর্দ্বন্দ্ব...
সে বার তৃণমূল-তৃণমূলের দ্বন্দ্বেও চোর-চোর স্লোগান উঠেছিল। মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেও  মন্ত্রী মনোজ তিওয়ারির অনুগামীদের সঙ্গে পুর প্রশাসকের অনুগামীদের সংঘাত অব্যাহত থাকে। মধ্যস্থতা করতে গেলে মন্ত্রী অরূপ বিশ্বাসের সামনেই শুরু হয় দুপক্ষের হাতাহাতি। মন্ত্রী মনোজকে ঘিরেও ধাক্কাধাক্কির অভিযোগ উঠেছিল। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে ক্রিসমাস কার্নিভাল বন্ধের সিদ্ধান্ত নেয় হাওড়া পুরসভা। যদিও কয়েকঘণ্টার মধ্যেই এই সিদ্ধান্ত প্রত্যাহার করা হয় পুরসভার তরফে। দলের ঊর্ধ্বতন নেতৃত্বের নির্দেশে পরে ফের চালু হয় ক্রিসমাস কার্নিভাল।


আরও পড়ুন:হঠাৎ অসুস্থ মিঠুন চক্রবর্তী, ভর্তি অ্যাপোলো হাসপাতালে