কলকাতা: এবার রাহুল গাঁধীকে (Rahul Gandhi) নিয়ে কুকথা বলে বিতর্কে জড়ালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর বিরুদ্ধে রাজ্যের একাধিক থানায় এফআইআর দায়েরের পাশাপাশি বিরোধী দলনেতা ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে কংগ্রেস।
কুকথা বলে বিতর্কে জড়ালেন বিরোধী দলনেতা: পরিষদীয় রীতিনীতি অনুযায়ী, রাজ্য়ে একজন ক্য়াবিনেট মন্ত্রীর সমান মর্যাদা তাঁর। তিনি রাজ্য়ের বিরোধী দলনেতা। বিধানসভার ভিতরে প্রধান বিরোধী দলের সর্বোচ্চ নেতা। অথচ সেই শুভেন্দু অধিকারী কংগ্রেস সাংসদ রাহুল গাঁধী সম্পর্কে যে বিতর্কিত-কুরুচিকর ব্য়বহার করলেন তা প্রকাশের অযোগ্য। রবিবার রাহুল গাঁধীর ভারত জোড়ো ন্যায়যাত্রার আগে জলপাইগুড়িতে তাঁর ছবি দেওয়া ফ্লেক্স ছিড়ে দেওয়া হয়। এ বিষয়ে প্রশ্ন করা হয় শুভেন্দু অধিকারীকে। যাঁর প্রেক্ষিতে বিরোধী দলনেতা বলেন, ‘রাহুল গাঁধী...রাহুল গাঁধী। কে হরিদাস পাল?’
শুভেন্দু অধিকারীর এই মন্তব্য সামনে আসার পরই নিন্দার ঝড় উঠেছে সব মহলে। ইতিমধ্যে শিলিগুড়ি ও রায়গঞ্জ থানায় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে FIR দায়ের করেছে কংগ্রেস। প্রদেশ কংগ্রেসের সম্পাদক সুমন রায় চৌধুরী বলেন, “রকে আড্ডায় চলে এই ভাষা। কুরুচিপূর্ণ। রায়গঞ্জ থানায় FIR করেছি। গোটা দেশ জুড়ে হবে। শুধু কংগ্রেসই করবে না, আমরা সাধারণ মানুষের কাছেও অভিযোগ জানাতে বলছি।’’
এর আগে রাষ্ট্রপতিকে নিয়ে কুরুচিকর মন্তব্য করে প্রবলভাবে সমালোচিত হয়েছিলেন কারামন্ত্রী অখিল গিরি। তিনি বলেছিলেন, “তোমার রাষ্ট্রপতির চেয়ারকে আমরা সম্মান করি। তোমার রাষ্ট্রপতিকে কেমন দেখতে বাবা।’’ সেইসময় তৃণমূলের বিরুদ্ধে কুকথার সংস্কৃতি রাজ্যে আমদানির অভিযোগ করেছিলেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা বলেন, “এখন ওরা বড় বড় কথা বলছে। অমিত শাহকে হোদল বলেছে। …সেগুলোর লাইসেন্স আছে? এই সংস্কৃতি বাংলায় ছিল না। তৃণমূল আমদানি করেছে।’’ আর এবার সেই শুভেন্দু অধিকারীই রাহুল গাঁধী সম্পর্কে এমন মন্তব্য করলেন যা সর্বসমক্ষে প্রকাশের উপযুক্ত নয়। শুভেন্দু অধিকারী ক্ষমা না চাইলে আগামীদিনে জোরদার আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে কংগ্রেস।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Doctor's New Rule: ভিনরাজ্যের চিকিৎসকদের জন্য় নয়া নিয়ম, বাধ্যতামূলক এরাজ্যের রেজিস্ট্রেশন