শুভেন্দু ভট্টাচার্য (ঘুঘুমারি) কোচবিহার : কোচবিহারের (CoochBehar) ঘুঘুমারিতে মহিলাকে নিগ্রহে অভিযুক্তদের গ্রেফতার করার দাবি। রাস্তা অবরোধ করেন স্থানীয়রা। প্ল্যাকার্ড হাতে রাস্তায় বসে বিক্ষোভ, রাস্তায় বেঞ্চ পেতে অবরোধ চলছিল। পুলিশ (Police) অবরোধ তুলতে এলে, পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় বিক্ষোভকারীদের। পুলিশকে লক্ষ্য করে চলে ইটবৃষ্টি।


পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠার পর পুলিশকে লক্ষ্য করে রেল লাইনের পাথর ছোড়া হয়। যাতে কয়েকজন পুলিশ কর্মী জখম হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাল্টা, কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ। এক ঘণ্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। কোতয়ালি থানার পুলিশ সূত্রে দাবি, এই ঘটনায় কয়েক জনকে আটক করেছে পুলিশ।


কোচবিহারে মহিলা নিগ্রহের অভিযোগে সোমবার এভাবেই ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। অভিযুক্তদের গ্রেফতার করার দাবিতে, সোমবার সকালে কোচবিহার-মাথাভাঙা রাজ্য সড়ক অবরোধ করেন স্থানীয়রা। অবরোধকারীদের অভিযোগ, রাতে কাজ করে বাড়ি ফেরার পথে স্থানীয় এক মহিলাকে অসীম বর্মন ও পরেশ পাল রেল লাইনের পাড়ে ধর্ষণ করে। এক সপ্তাহ হয়ে গেলেও অভিযোগ পাওয়ার পরও পুলিশ কোনও ব্যবস্থা করেনি। আমরা দোষীদের গ্রেফতার চাই।


কোতয়ালি থানার পুলিশ সূত্রে দাবি, ধর্ষণ নয়, মহিলাকে মারধরের অভিযোগ করা হয়েছিল। পুলিশ তদন্ত করছে। এদিন, অবরোধ তুলতে গেলে পুলিশের উপর গ্রামবাসীদের একাংশ চড়াও হন। কয়েক জনকে আটক করা হয়েছে।


এদিকে, কোচবিহারের মাথাভাঙায় বোমা উদ্ধার ঘিরে রাজনৈতিক তরজা। একটি ঝোপের মধ্যে থেকে ৩ বস্তা বোমা উদ্ধার হয়। সোমবার সেই বোমাগুলি নিষ্ক্রিয় করে বম্ব ডিসপোজাল স্কোয়াড। মাথাভাঙার বিজেপি বিধায়কের দাবি, পুরভোটের আগে অশান্তি পাকাতে বোমা মজুত করছে তৃণমূল। পাল্টা বিজেপির ঘাড়ে দায় চাপিয়েছে শাসকদল। পুলিশ সূত্রে খবর, রবিবার বিকেলে মাথাভাঙার পচাগড়ে একটি ঝোপের মধ্যে থেকে ৯টি তাজা বোমা উদ্ধার হয়। সেখানেই পড়েছিল আরও তিন বস্তা ভর্তি তাজা বোমা। সোমবার সেই বোমাগুলি উদ্ধার করে সিআইডির বম্ব ডিসপোজাল স্কোয়াড।


আরও পড়ুন- ঝোপের মধ্যে থেকে ৩ বস্তা বোমা উদ্ধার, তুঙ্গে রাজনৈতিক তরজা