কোচবিহার: শিক্ষক নিয়োগ দুর্নীতির (SSC Recruitment Scam) অভিযোগে নাম উঠে এসেছে রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রীর। অনিয়ম করে, খোদ তাঁর মেয়ে চাকরি পেয়েছিলেন বলে অভিযোগ। সেই নিয়ে বাদানুবাদের মধ্যে এ বার বিতর্কিত মন্তব্য করে বসলেন কোচবিহার জেলায় বিজেপি-র সাধারণ সম্পাদক দধিরাম রায়। প্রকাশ্য সভায় রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে (Paresh Adhikary) জুতো মারার নিদান দিলেন তিনি।
বিতর্কিত মন্তব্য কোচবিহারের বিজেপি নেতার
কোচবিহারের (Cooch Behar News) মেখলিগঞ্জে রাজনৈতিক সভা ছিল বিজেপি-র সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh)। সেই সভাতেই এমন বিতর্কিত মন্তব্য করেন দধিরাম। মঞ্চে ভাষণ দেওয়ার সময় শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ নিয়ে সরব হন তিনি। তাতেই বলেন, "যেখানেই দেখবেন, জুতো দিয়ে মারবেন ওঁকে।" তাঁর এই মন্তব্যে বিতর্ক তৈরি হয়েছে।
এসএসসি দুর্নীতি মামলায় ইতিমধ্যেই পরেশ অধিকারীকে জিজ্ঞাসাবাদ করেছেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। জেরা করা হয় শিক্ষা প্রতিমন্ত্রীর মেয়ের স্কুল শিক্ষিকা পদে নিয়োগ দুর্নীতির মামলার মামলাকারী ববিতা সরকারকেও। তবে মন্ত্রিকন্যাকে এখনও পর্যন্ত একবারও তলব করেনি সিবিআই।
অভিযোগ ওঠে, ২০১৮ সালে পরেশ অধিকারী ফরওয়ার্ড ব্লক থেকে তৃণমূলে যোগ দেওয়ার পরই তাঁর মেয়ের সরকারি স্কুলে চাকরি হয়ে যায়। কোচবিহারের ইন্দিরা বালিকা বিদ্যালয়ে শিক্ষিকা হিসেবে চাকরি পান মেখলিগঞ্জের তৃণমূল বিধায়ক পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারী।
শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে মন্তব্য
একাদশ-দ্বাদশ শ্রেণির ওই শিক্ষক নিয়োগে, দুর্নীতির অভিযোগ তুলে, মামলা করেন ববিতা সরকার নামের এক চাকরিপ্রার্থী। তিনি অভিযোগ করেন, প্রথম মেধাতালিকায় পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর নামই ছিল না। কিন্তু, নতুন মেধাতালিকায় তাঁর নাম এক নম্বরে চলে আসে। এর ফলে ববিতা সরকারের থেকে কম নম্বর পেয়েও, তৃণমূল নেতা পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা চাকরি পেয়ে যান বলে অভিযোগ।