জয়ন্ত পাল, কলকাতা: ভোট পরবর্তী হিংসায় (Post Poll Violence) আক্রান্ত বিজেপি কর্মীদের (BJP Worker) সঙ্গে দেখা করতে কোচবিহারের উদ্দেশ্যে রওনা দিল বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল (BJP Central Delegation)। সোমবার ভোরে প্রতিনিধি দল কোচবিহারের দিকে রওনা দিতে কলকাতা বিমানবন্দরে (Kolkata Airport) এসে পৌঁছয়।


ভোট পরবর্তী হিংসা মমতার সরকারের জন্মগত স্বভাব : বিপ্লব দেব


চার জনের প্রতিনিধি দলে ছিলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী সাংসদ বিপ্লব দেব, বিজেপি নেতা রবি শংকর প্রসাদ, উত্তরপ্রদেশের প্রাক্তন ডিজিপি বিজেপি নেতা ব্রিজ লাল, সাংসদ কবিতা পাতিদার। তাদের সঙ্গেই কোচবিহার যান বাংলা থেকে এই দলে প্রতিনিধিত্ব করা বিধায়ক অগ্নিমিত্রা পাল। এদিন কলকাতা বিমানবন্দরে ভোট পরবর্তী হিংসা নিয়ে বিপ্লব দেব জানান, 'ভোট পরবর্তী হিংসা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এবং পার্টির জন্মগত স্বভাব। এই স্বভাব যত তাড়াতাড়ি মুখ্যমন্ত্রী চেঞ্জ করবেন তার জন্য ভাল এবং তাঁর পার্টির জন্য ভাল। এর থেকে কোনও লাভ পাবেন না। বরঞ্চ লোকসান হবে। জনতা ওনাদের সেটা ওনারা বোঝে না। 


আমরা যে এত বেশি ভোট পেয়েছি, সেজন্য ইনসিকিউর: অগ্নিমিত্রা পাল


এদিন ভোট পরবর্তী হিংসা নিয়ে অগ্নিমিত্রা পাল বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় আমরা যে এত বেশি ভোট পেয়েছি সেজন্য ইনসিকিউর। তার জন্যই ২০২১ এ ভোট পরবর্তী যে হিংসা হয়েছিল, সে সময় তিনি বলেছিলেন, কিচ্ছু হয়নি। একই ঘটনা ঘটছে। কেন্দ্রীয় দল এসেছে। তাঁদের নিয়ে আমরা গতকাল কলকাতা ঘুরেছি। আজকে আমরা কোচবিহার যাচ্ছি। এবং আগামীকাল আমরা, তাদের কলকাতায় বিভিন্ন জায়গায় নিয়ে যাব।


আরও পড়ুন, বেলাইন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস,মৃত অন্তত ৫, দুর্ঘটনাস্থলে যাচ্ছেন রেলমন্ত্রী


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


বিস্তারিত আসছে...