কলকাতা: সাংসদ (mp) জগন্নাথ সরকারের উপর হামলার অভিযোগে আইনশৃঙ্খলা নিয়ে সরব শুভেন্দু অধিকারী (suvendu adhikari)। জগন্নাথ সরকারের উপর হামলা জনপ্রতিনিধিদের উপর আক্রমণে নতুন সংযোজন। সরকারের ওপর ক্ষোভ প্রকাশ করে বিরোধী দলনেতা জানান, ''সাধারণ মানুষ এই রাজ্য প্রশাসনের উপর বিশ্বাস রাখবে কী করে? যাঁরা কাউন্সিলর, বিধায়ক, সাংসদদেরই নিরাপত্তা দিতে পারে না। রাজ্যে আইনশৃঙ্খলা বলে কিছু নেই। দুষ্কৃতীরা নিশ্চিন্তে ঘুরে বেড়াচ্ছে'' ,ট্যুইট বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।


উল্লেখ্য, গতকাল নদিয়ার (Nadia) কল্যাণী (Kalyani) থেকে বাড়ি ফেরার সময় বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের (BJP  MP Jagannath Sarkar) উপর ‘হামলা’। হরিণঘাটায় (Haringhata) বিজেপি সাংসদের গাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ। অল্পের জন্য রক্ষা। বিজেপি সাংসদের গাড়ির পিছনে বোমা পড়ার দাবি।


হরিণঘাটা থানায় রানাঘাটের বিজেপি সাংসদ। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ বিজেপি সাংসদের। হামলার অভিযোগে ৩৪ নম্বর জাতীয় (National Highway 34) সড়ক অবরোধ বিজেপির।


‘আগেও হামলা চালানো হয়েছে। তৃণমূলে (TMC) যোগ দেওয়ার জন্য বলা হচ্ছিল। না মানায় হামলা’, চাঞ্চল্যকর অভিযোগ বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের (BJP West Bengal President Sukanta Majumdar)। মিথ্যে অভিযোগ, শুধুই প্রচারে আসার চেষ্টা, পাল্টা দাবি তৃণমূলের।


সূত্রের খবর, আজ রাত সোয়া আটটা নাগাদ কল্যাণী থেকে সিনেমা দেখে বাড়ি ফিরছিলেন বিজেপি সাংসদ। অভিযোগ, হরিণঘাটায় শিমূলতলার কাছে ৩৪ নম্বর জাতীয় সড়কে তাঁর গাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয়। গাড়ির পিছনে বোমা পড়ায় অল্পের জন্য রক্ষা পান সাংসদ। অভিযোগের তির তৃণমূলের দিকে। এই ঘটনার পরেই হরিণঘাটা থানায় যান সাংসদ। সেখানে অভিযোগ দায়ের করেন তিনি। এই ঘটনার প্রতিবাদে ৩৪ নম্বর জাতীয় সড়কের বিভিন্ন জায়গায় অবরোধ করেন বিজেপি কর্মী-সমর্থকরা।