হিন্দোল দে, কলকাতা: তিলজলায় বাবা-ছেলের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত রিবোধ রাইকে গ্রেফতার করল পুলিশ। তাঁকে কাচরাপাড়া থেকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগ, আগ্নেয়াস্ত্র, বোমা আর ধারাল অস্ত্র নিয়ে হামলা চালায় কুখ্যাত দুষ্কৃতী বলে পরিচিত জীবোধ রাই ও তার ভাইয়েরা! ঘটনার সময় দুষ্কৃতীদের তরফে  তিন রাউন্ড গুলিও চালানো হয় বলে অভিযোগ। ঘটনার পর পুলিশকে দেখে জীবোধ সহ পাঁচ ভাই ছাদ টপকে পালান।  পলাতকদের খোঁজে রাতভর তল্লাশি চালায় তিলজলা থানা ও লালবাজারের গুন্ডাদমন শাখার অফিসাররা।  আজ ভোরে অভিযুক্তদের একজন, জীবোধের ভাই রিবোধ রাইকে গ্রেফতার করা হয়।  যদিও জীবোধ রাইয়ের খোঁজ এখনও মেলেনি। তাঁকে খুঁজছে পুলিশ।


গতকাল, সাতসকালে তিলজলায় (Tiljala) শ্যুটআউট (Shootout)। গুলিবিদ্ধ হয়েছেন এক ব্যক্তি। আহত হয়েছেন আরও ১ জন। ৩ রাউন্ড গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় ধারাল অস্ত্রের কোপ এক স্থানীয় যুবককে (Youth)। গন্ডগোলে আহত হন আরও একজন। পুলিশ সূত্রে খবর, সকাল সাড়ে ৭টা নাগাদ বচসার জেরে প্রতিবেশী রাজু রাইকে লক্ষ্য করে গুলি চালায় স্থানীয় দুষ্কৃতী জীবোধ রাই। বোমাও ছোড়া হয়। পরে রাজুকে চপারের কোপ মারে দুষ্কৃতীরা।


আহত ব্যক্তিকে ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহত হয়েছেন তাঁর বাবাও। অভিযুক্ত পলাতক। স্থানীয়দের অভিযোগ, এলাকায় দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যকলাপ চালাত জীবোধ ও তার চার ভাই। প্রতিবেশীরা একজোট হয়ে তা বন্ধ করায়, আক্রোশবশত হামলা বলেই অনুমান স্থানীয়দের। খবর পেয়ে ঘটনাস্থলে যান কলকাতা পুলিশের ডিসি এসইডি সুদীপ সরকার। হামলার কারণ খতিয়ে দেখছে তিলজলা থানার পুলিশ। 


ফিল্মি কায়দায় একের পর এক ছাদ টপকে পালানোর চেষ্টা করে গুলিকাণ্ডে অভিযুক্তদের। ধাওয়া করল পুলিশ। আর সেই ছবিই ধরকা পড়ব ক্যামেরায়। শ্যুটআউটের ঘটনায় সাতসকালে তিলজলায় (Tiljala) এমন দৃশ্যের সাক্ষী থাকলেন স্থানীয় বাসিন্দারা। 


আরো পড়ুন: গ্রেট ট্রায়ালের এক শতক: মোহনদাস গাঁধী এবং ঔপনিবেশিক রাষ্ট্র