শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: প্রাথমিকে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে দায়ের হয়েছে একাধিক মামলা। সেই আবহেই এ বার কোচবিহার জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান পদ থেকে (Cooch Behar News) অপসারিত হলেন হিতেন বর্মন (Hiten Barman)। তাঁর জায়গায় এলেন জেলা প্রাথমিক বিদ্যালয়ের পরিদর্শক। এক বছরও হয়নি ওই পদে বসানো হয় হিতেনকে। আচমকা কেন তাকে সরানো হল, তা জল্পনা শুরু হয়েছে। 


আচমকা অপসারিত হিতেন বর্মন


শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ ঘিরে গত কয়েক মাস ধরেই তোলপাড় বাংলা (Teacher Recruitment Scam)। তার মধ্যেই রাজ্যের প্রাক্তন বনমন্ত্রী হিতেনকে কোচবিহার জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান পদ থেকে সরানো হল। গত বছর অগাস্ট মাসে তাঁকে ওই পদে বসানো হয়। তার পর এক বছরও কাটেনি, সরিয়ে দেওয়া হল। 


ঠিক কী কারণে হিতেনকে সরানো হল, তার সপক্ষে কোনও ব্য়খ্যা মেলেনি। তবে একের পর এক নিয়োগ দুর্নীতি মামলা ঘিরে পরিস্থিতি যেভাবে ঘোরাল হয়ে উঠেছে, সেই সংক্রান্ত কোনও কারণেই তাঁকে সরানো হয়ে থাকতে পারে বলে জল্পনা শুরু হয়েছে। এর আগে, কোচবিহার জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান ছিলেন কল্যাণী পোদ্দার। প্রায় ১০ বছর ওই পদে আসীন ছিলেন তিনি। হিতেন এক বছরও দায়িত্বে থাকতে পারলেন না। 


আরও পড়ুন: South 24 Parganas News: গৃহকর্তা-সহ পড়শিদের লালসার শিকার! গণধর্ষণের অভিযোগ পরিচারিকার, দুই নাবালক-সহ গ্রেফতার ৪


এ নিয়ে কোনও ক্ষোভ জানাননি হিতেন। বরং সরকার তথা দলের সিদ্ধান্তই মাথা পেতে নেবেন বলে জানিয়েছেন তিনি। ফোনে এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, "আমার কাছে এখনও কোনও চিঠি আসেনি। সরকার যা সিদ্ধান্ত নেবে, দল যা সিদ্ধান্ত নেবে, তা মেনে নেওয়া হবে।"


হিতেনের অপসারণ ঘিরে জল্পনা 


কিন্তু এক বছর কাটার আগেই হিতেনকে চেয়ারম্যানের পদ থেকে অপসারণ ঘিরে জল্পনা শুরু হয়েছে। হিতেন পদে থাকাকালীনই সম্প্রতি কোচবিহার জেলার প্রাথমিক বিদ্যালয়গুলির সংস্কারের জন্য রাজ্যের তরফে প্রায় ১০ কোটি টাকা বরাদ্দ করা হয়। করোনা কালে দু'বছর পঠনপাঠন বন্ধ থাকায় স্কুলগুলির অবস্থা বেহাল হয়ে উঠেছিল। তার জন্যই ওই টাকা বরাদ্দ করা হয়। সেই সংস্কারের কাজ সম্পূর্ণ করে, প্রাথনিক শিক্ষকের শূন্যপদগুলি দ্রুত পূরণ করার পরিকল্পনা নিয়েছিলেন হিতেন। তার পর দু'মাস কাটতে না কাটতেই তাঁকে সরিয়ে দেওয়া হল পদ থেকে।