শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার : রাজ্যজুড়ে একের পর এক মারধরের ঘটনা। ইতিমধ্যেই একাধিক মৃত্যুর খবরও এসেছে। কোথাও চোর সন্দেহে, কোথাও ছেলেধরা সন্দেহে, আবার কোথাও নীতিপুলিশির জেরে প্রবল মারধর চলছে অবাধে। আর তা ভাইরাল ভিডিও হয়ে ছড়িয়ে পড়ছে নেটমাধ্যমে। তাতে যে এই ধরনের ঘটনা কমছে , তা বলা যাচ্ছে না। কারণ প্রতিদিনই একেক জায়গা থেকে একেক রকম কারণে বেদম পিটুনির ভিডিও আসছে প্রকাশ্যে। একাধিক জায়গায় অভিযোগের আঙুল শাসক দলের স্থানীয় নেতাদের দিকে। 


এবার মহিলাকে মারধরের ভিডিও ভাইরাল হল মাথাভাঙা থেকে। গ্রামের এক মহিলাকে ভয়ঙ্কর ভাবে মারতে দেখা গেল শাসক দলের কর্মীকে। ভাইরাল হল সেই ভিডিও। এবার মাথাভাঙার হাজরাহাটে জমি বিবাদের জেরে পুলিশের সামনেই মহিলাকে মারধর করলেন তৃণমূলের উপপ্রধানের ভাই।


স্থানীয় সূত্রে খবর, দখল করে থাকা সরকারি জমিতে বেড়া দেওয়াকে ঘিরে অশান্তির সূত্রপাত বৃহস্পতিবার বিকেলে। ভাইরাল ভিডিওয় মহিলার সঙ্গে যে ব্যক্তিকে ঝগড়া করতে দেখা যাচ্ছে তিনি হলেন, তৃণমূল কর্মী এরশাদ আলি। তৃণমূল পরিচালিত হাজরাহাট ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান হাসেম আলির ভাই এরশাদ। নিজের চটি হাতে নিয়ে মহিলার দিকে ধেয়ে যেতে দেখা যায় তাঁকে। গন্ডগোলের মধ্যে পুলিশের সামনেই করাত নিয়ে মহিলার উপর চড়াও হন আরেক ব্যক্তি। ভাইরাল ভিডিওয় পুলিশের সামনে মহিলাকে লাথি মারতে দেখা গিয়েছে তৃণমূল কর্মী এরশাদকে।


ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেল জুতো হাতে মহিলার দিকে তেড়ে গেলেন তৃণমূল নেতা। পুলিশের সামনেই মারা হল একের পর এক লাথি। করাত হাতে তেড়ে গেলেন আরও এক ব্যক্তি। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি মহিলা। ঘটনাস্থলে তিনি ছিলেন না বলে দাবি করেছেন হাজরাহাট ২ নং গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান হাসেম আলি। উপপ্রধান ও তাঁর ভাই এরশাদ আলির বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন আক্রান্ত মহিলা। যদিও এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।  


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
                                      
আরও পড়ুন :


 শনি ও চন্দ্রের সমাসপ্তক যোগ, ৫ রাশির উপর কঠিন প্রভাব ! বাঁচার ৫ উপায় কী