শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: পর্যটকদের আকর্ষণ বাড়াতে নতুন তিন অতিথি এল কোচবিহারের রসিক বিল মিনি জু-তে (Mini Zoo In Cooch Behar)। গতকাল রাতেই ঝাড়গ্রাম মিনিজু থেকে কোচবিহারের তুফানগঞ্জ এর রসিকবিল মিনি জুতে এসে পৌঁছেছে তিন চিতা বাঘ সোহেল সুলতান ও শাহজাদা। এর মধ্যে সোহেল বয়স্ক  চিতাবাঘ, অন্য দুটি চিতা বাঘ ছোট। তারা সোহেলের সন্তান।


ইতিমধ্যে কোচবিহারের রসিকবিল মিনি জুতে রয়েছে রিমঝিম ও গরীমা নামে দুটি স্ত্রী চিতা বাঘ। তাদের সাথে যোগ হল আরও তিনজন নতুন পুরুষ অতিথি। গতকাল নিয়ে আসার পর বর্তমানে এই তিন অতিথি নাইট সেলটারে ডাক্তারবাবুদের পর্যপক্ষণে রয়েছে, সেখান থেকে সবুজ সংকেত মিললেই, রিমঝিম ও গরিমার সঙ্গে তাঁদের রেখে দেওয়া হবে একই জায়গায়। তখন মিনি জুতে আসা পর্যটকরা দেখতে পারবেন নতুন তিন অতিথিকে। আপাতত তিন নতুন সদস্যকে নিয়ে ব্যস্ত বন দফতরের কর্মীরা। 


কোচবিহার জেলার তুফানগঞ্জের রসিকবিল মিনি জু এই শীতের মরশুমে পর্যটকদের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু। এই মিনি জুতে রয়েছে একাধিক পশু পাখি। এতদিন রিমঝিম ও গড়িমা এই দুই চিতা বাঘ একাই ছিল মিনি জুতে।এবার তাদের পুরুষ সঙ্গী এসে যাওয়ায় পর্যটকদের কাছে যথেষ্টই আকর্ষণ বাড়বে রসিকবিলের।


কোচবিহারের অতিরিক্ত বিভাগীয় বন আধিকারিক,'বিজন নাথ বলেন শুক্রবার রাতে ঝাড়গ্রাম থেকে এসে পৌঁছেছে সোহেল সুলতান ও শাহজাদা। রিমঝিম ও গরিমার সঙ্গেই তাদের রাখা হবে একই এনক্লোজারে। তবে এত দূর থেকে নিয়ে আসায় তাদের কয়েকদিন পশু চিকিৎসকের তত্ত্বাবধানে রেখে তারপর এনক্লোজারে ছাড়া হবে।'   এই তিন নতুন অতিথি এনক্লোজারে চলে এলে পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণের জায়গা হয়ে উঠবে এই রসিক বিল। এছাড়া রিমঝিম ও গরিমার একাকীত্ব কাটবে সোহেল সুলতান ও শাহজাদা চলে আসার ফলে।


আরও পড়ুন, পুলিশের চোখে ধুলো দিতে সিগন্যাল অ্যাপে চ্যাট ! সংসদকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য


 অপরদিকে, শীতের মরশুমে পর্যটকদের আরও একটি পছন্দের জায়গা মালদা জেলার আদিনা ডিয়ার ফরেস্টে। উল্লেখ্য, মালদার গাজোল ব্লকের পান্ডুয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় কয়েক একর জমির ওপর অবস্থিত রয়েছে আদিনা ডিয়ার ফরেস্টটি। বর্তমানে এই ডিয়ার ফরেস্টে ১০০টি'রও বেশি চিতল সহ উন্নত প্রজাতির হরিণ রয়েছে। এছাড়াও নীলগাই, খরগোশ সহ বিভিন্ন ধরনের প্রাণী রয়েছে এই ডিয়ার ফরেস্টে। প্রতিবছর শীতের মরশুমে আদিনা ডিয়ার ফরেস্টে দেশ-বিদেশের অসংখ্য পরিযায়ী পাখির দল বাসা বাঁধে এবং প্রজনন ঘটায়।