কলকাতা: ইডেন গার্ডেন্সে কোনও ম্যাচ হলেই হাজির হয়ে যেতেন দর্শনা বণিক (Darshana Banik)। ভারতের ম্যাচ হোক বা আইপিএল..  কর্পোরেট বক্সের ব্যালকনিতে দেখা মিলত ক্রিকেটপ্রেমী এই নায়িকার। আর তাঁর জীবনের বিশেষ এই দিনে, অতিথি হিসেবে হাজির রইলেন ২২ গজেরই এক কিংবদন্তি। সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। 


১৫ ডিসেম্বর, গতকাল সাত পাকে বাঁধা পড়েছেন সৌরভ দাস (Sourav Das) ও দর্শনা। এই বিয়েবাড়িতে টলিউডের অন্যান্য অতিথি অভ্যাগতদের সঙ্গে হাজির হয়েছিলেন 'মহারাজ'-ও। 'দাদা' কে দেখেই বিয়ের পিঁড়ি থেকে উঠে পড়তে যান অভিনেতা সৌরভ। আসলে সৌরভ গঙ্গোপাধ্যায় এতটাই কাছের মানুষ যে তিনি বিয়েবাড়িতে আসতেই স্বভাবচিত উচ্ছ্বাস দেখিয়ে ফেলেন খোদ বরই। আর তাঁকে নিরস্ত করেন সৌরভ খোদ। বলেন.. 'বিয়ের পিঁড়ি থেকে উঠতে নেই। বিয়েটা সেরে নে, আমি আছি।' এরপরে মঞ্চে গিয়ে দর্শনার সঙ্গে কথা বলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। যারপরনাই খুশি দেখায় অভিনেত্রীকে। বারে বারে ধন্যবাদ জানান 'দাদা'-কে বিয়েতে আসার জন্য। 


নিজেরাই প্রকাশ্যে এনেছিলেন বিয়ের খবর.. আর তারপরে এই জুটি নিয়ে অনুরাগীদের উৎসাহ ছিল তুঙ্গে। সামাজিক রীতিনীতি মেনেই বিয়ে করেছেন তাঁরা। এদিন বিয়েবাড়িতে বরযাত্রীর সঙ্গে জনপ্রিয় বলিউডের গান 'জামাল কুদু'-র (Jamal Kudu) তালে নাচ করতে করতে আসেন সৌরভ। তাঁর স্বভাবচিত উচ্ছ্বলতা দেখা যাচ্ছিল যেন প্রত্যেক পদেই। যাঁরা অভিনেতাকে কাছের থেকে চেনেন, তাঁরা জানেন সৌরভ ব্যক্তিগত জীবনেও ভীষণ জমাটি মানুষ। বরবেশে সেজেও তাঁর সেই নাচের তালে পা মেলানো, হাসি, কথা নজর কাড়ল সবার। এদিন বিয়ের সাবেকি ধুতি পাঞ্জাবির সঙ্গে একটু ভরাট কাজের সাবেকি লাল শাল নিয়েছিলেন সৌরভ যা তাঁর সাজের মধ্যে নজর কাড়ছিল। মুকুটেও ছিল অন্যরকম স্টাইল।


অন্যদিকে, এক্কেবারে লাল বেনারসি, সোনার গয়নায় সাবেকি সাজে সেজেছিলেন দর্শনা। তাঁর বেনারসিতে ছিল সোনার জল করা কাজ। মায়ের স্মৃতি মনে করে কানে মায়েরই দেওয়া ভারি দুল পরেছিলেন দর্শনা। সোলার মুকুটে দর্শনাকে অপূর্ব দেখাচ্ছিল। এদিন পায়ে হেঁটেই সাত পাকে ঘোরেন দর্শনা। আংটি দিয়ে দর্শনার সিঁথিতে সিঁদুর পরান সৌরভ। আর এই সবকিছুর মধ্যে যা নজর কাড়ল, তা হল নববধূ ও বরের রসায়ন। 


আরও পড়ুন: Sourav-Darshana Marriage Menu: সাবেকি বিয়ের মেনুতে বাঙালিয়ানার ছোঁয়া.. সৌরভ-দর্শনা কী কী আয়োজন করেছিলেন অতিথিদের জন্য?


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।