শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: ফের নজরে শীতলকুচি (Sitalkuchi)। তবে এবার আর একুশের বিধানসভা ভোটের (WB Assembly Election 2021) কথা মনে করিয়ে নয়, বরং অন্য এক নতুন অভিযোগ উঠেছে এই জেলায় (Coochbehar)। তৃণমূলের অঞ্চল সভাপতিের (TMC) বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ তুলেছেন ঠিকাদার। আশি হাজার টাকা না দেওয়ায় কাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ।


তৃণমূলের অঞ্চল সভাপতির বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ কোচবিহারে


শীতলকুচির লালবাজার গ্রাম পঞ্চায়েতের ঠিকাদার নুর ইসলামের অভিযোগ, লালবাজার অঞ্চলের তৃণমূল কংগ্রেস সভাপতি নূর বক্ত মিয়া একটি রাস্তা তৈরীর জন্য তাঁর কাছ থেকে আশি হাজার টাকা দাবি করেন। তিনি তা না দেওয়ায় সেই কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। এরপরে প্রশাসনের দ্বারস্থ হন তিনি। যদিও কাজের কাজ কিছুই হয়নি বলে দাবি তাঁর। অভিযুক্ত মূল বক্তব্য টাকা চাওয়ার, একটি অডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্ত অঞ্চল সভাপতি। তবে এই বিষয়ে তৃণমূলের অঞ্চল সভাপতির পাশেই দাঁড়িয়েছে ব্লক নেতৃত্ব। 


তৃণমূল নেতার বিরুদ্ধে এর আগেও তোলাবাজির অভিযোগ ওঠে হাওড়ায় 


অপরদিকে, তৃণমূল নেতার বিরুদ্ধে শালিমার পেন্টসে সম্প্রতি তোলাবাজির অভিযোগ ওঠে। হাওড়ার নাজিরগঞ্জ পুলিশ আউটপোস্টে তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ। দঃ হাওড়া তৃণমূলের সংখ্যালঘু সেলের প্রেসিডেন্ট সাজ্জাদ আলি শেখ। সাজ্জাদ শেখের বিরুদ্ধে ফোনে সিকিওরিটি অফিসারকে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে। মোটা টাকা চেয়ে শালিমার পেন্টসের সিকিওরিটি অফিসারকে হুমকির অভিযোগ ওঠে। দলবল নিয়ে এসে কারখানার ভিতরে হামলার চেষ্টার অভিযোগ কারখানা কর্তৃপক্ষের। শালিমার পেন্টসে তোলাবাজির অভিযোগ খারিজ তৃণমূল নেতা সাজ্জাদ শেখের। '২০১৪-য় কারখানায় আগুন লাগার পরেই উৎপাদন বন্ধ', কর্মীদের বকেয়া চেয়ে আন্দোলন করায় মিথ্যে অভিযোগ, পাল্টা দাবি জানান তৃণমূল নেতার। 


আরও পড়ুন, জুন মালিয়ার বিরুদ্ধে অভিযোগ তুলে এবার কাঠগড়ায় খোদ তৃণমূল কাউন্সিলর


প্রসঙ্গত, দলবদলের পর কয়লাপাচার মামলার ইস্যুতে তোলাবাজির অভিযোগ তুলেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপিতে যোগদান করেই তৃণমূলের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেছিলেন, একুশের বিধানসভার আগেই। একদিকে একুশের বিধানসভার দামামা বাজা শুরু হয়েছে, পাশাপাশি একাধিক দুর্নীতি মামলায় কেন্দ্রীয় তদন্তককারী সংস্থা তলব করে পাঠাচ্ছেন তৃণমূলের একের পর এক হেভিওয়েটকে। তবে এতদিনে অনেক জল বয়ে গিয়েছে রাজনীতির মহাসমুদ্রে। ইতিমধ্যেই একাধিক কেন্দ্রীয় প্রকল্পের দুর্নীতি অভিযোগ পেয়ে খতিয়ে দেখতে রাজ্যে এসেছেন কেন্দ্রীয় দল।