কোচবিহার: BLO-দের হুমকি-হুঁশিয়ারির মধ্যেই এবার 'আক্রান্ত' বিজেপির BLA। কোচবিহার ১ ব্লকে বিজেপির BLA-দের উপর হামলা, মারধরের অভিযোগ। মারধরে আহত দলের কয়েকজন BLA, দাবি বিজেপির। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ বিজেপির, অস্বীকার শাসক দলের। কোচবিহার ১ ব্লক অফিসে BLA-দের সঙ্গে বৈঠক কমিশনের। বৈঠকে ঢোকার আগেই বিজেপির BLA-দের মারধরের অভিযোগ। বিডিওকে স্মারকলিপি দিল বিজেপি। 

Continues below advertisement

আরও পড়ুন, কালীঘাটে শোভন-বৈশাখী, SIR আবহে গর্জে উঠলেন অভিষেক, 'আগামী নির্বাচনে BJP-র হার অনিবার্য..'

Continues below advertisement

BLA টু-দের মারধর এবং হুমকি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে

BLA টু-দের মারধর এবং হুমকি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ট্রেনিংয়ে যাওয়ার সময় কোচবিহার এক নম্বর ব্লকে বিজেপির BLA টু-দের মারধর ও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। অন্যদিকে, কোচবিহারেরই তুফানগঞ্জ এক নম্বর ব্লকের প্রশিক্ষণ থেকে, সিপিএমের BLA টু-দের বের করে দেওয়ার অভিযোগ ওঠে। সব অভিযোগই অস্বীকার করেছে তৃণমূল। SIR উদ্বেগে যখন দলে দলে বাংলাদেশি অনুপ্রবেশকারী ওপার বাংলায় ফিরে যাচ্ছে বলে দাবি করা হচ্ছে, তখন কোচবিহারে তৃণমূলের বিরুদ্ধে BLA-টু-দের উপর হামলা এবং হুমকি দেওয়ার অভিযোগ উঠল। পশ্চিমবঙ্গে শুরু হয়ে গেছে SIR-প্রক্রিয়া।মঙ্গলবার থেকে শুরু হবে এনুমারেশন-পর্ব। BLO-রা বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিতরণ, সংগ্রহ এবং মিলিয়ে দেখার কাজ করবেন। তাঁদের সঙ্গে থাকবেন বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী BLA টু-রা। BLO-দের সঙ্গে বাড়ি বাড়ি যাবেন তাঁরা।

ঠিক কী হয়েছিল ? সেই BLA-দেরই এবার মারধর এবং হুমকি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।মঙ্গলবার কোচবিহার এক নম্বর ব্লকে BLA টু-দের ট্রেনিং ছিল। অভিযোগ বিজেপির BLA টু-রা যখন ব্লক অফিসে যাচ্ছিলেন, তখন তাঁদের মারধর করা হয়। এমনকী ব্লক অফিসে ঢুকতেও দেওয়া হয়নি। এই ঘটনায় বিজেপির কয়েকজন আহত হয়েছেন। জেলা শাসকের লিখিত অভিযোগ করেছে বিজেপি।কোচবিহারেরই তুফানগঞ্জ এক নম্বর ব্লকের প্রশিক্ষণ থেকে, সিপিএমের BLA টু-দের বের করে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। তুফানগঞ্জের BDO-র কাছে সিপিএম অভিযোগ দায়ের করেছে। এনুমারেশন-পর্ব শুরু হওয়ার আগেই দিকে দিকে উঠছে BLA টু-দের আক্রান্ত হওয়ার অভিযোগ ।

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)