শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার : ২০২৪ এর ৯ অগাস্ট। কলকাতার আর জি কর মেডিক্যালে তরুণী চিকিৎসকের ভয়াবহ মৃত্যুর ঘটনার স্মৃতি এখনও দগদগে। এরই মধ্যে কোচবিহার মেডিক্যাল কলেজের জুনিয়র ডাক্তারের অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল। হস্টেলের ঘর থেকেই উদ্ধার হয়েছে তাঁর ঝুলন্ত দেহ। হস্টেলের মধ্যেই পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু ঘিরে উদ্বেগ ছড়িয়েছে গোটা ক্যাম্পাসে। কী কারণে মৃত্যু ? আত্মহত্যা ? কারণ কী ? নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে পড়ুয়ামহলে। 

মৃত ছাত্র কোচবিহার মেডিক্যাল কলেজের এক ইন্টার্ন। নাম  কিষাণ কুমার। ওই চিকিৎসক-পড়ুয়া বিহারের বারাউনির বাসিন্দা। বুধবার রাতে হস্টেলের ঘরে জুনিয়র ডাক্তারের ঝুলন্ত দেহ মেলে। স্বাভাবিক ভাবেই ঘটনা ঘিরে  উৎকণ্ঠায় পড়ুয়ারা। 

কীভাবে মৃত্যু ? পুলিশের প্রাথমিক অনুমান, আত্মহত্যাই। তদন্তে উঠে আসছে, সম্পর্কের টানাপোড়েনের বিষয়। ব্যক্তিগত সম্পর্কে ছন্দপতনের জেরেই আত্মহত্যা বলে প্রাথমিক অনুমান করছে পুলিশ। 

কলেজ পড়ুয়াদের থেকে পাওয়া তথ্য অনুসারে,  বুধবার রাতে ওই চিকিৎসক-পড়ুয়ার দেহ ঝুলন্ত  অবস্থায় দেখতে পায় হস্টেলের বাসিন্দারাই । তাঁরাই খবর দেন  কোচবিহার মেডিক্যাল কলেজের অধ্যক্ষকে । দেরি না করে তৎক্ষণাৎ খবর দেওয়া হয় কোচবিহারের কোতয়ালি থানায়। 

কিছুদিন আগেই  আর জি কর হাসপাতালের এক তরুণী পড়ুয়ার আত্মঘাতী হওয়ার খবর প্রকাশ্যে আসে। ওই ছাত্রীর দেহ উদ্ধার হয়েছে কামারহাটিতে ESI কোয়ার্টারে।  মায়ের সঙ্গেই থাকতেন তিনি। মৃত ছাত্রীর মা ESI হাসপাতালের চিকিৎসক। প্রাথমিক তদন্তে পুলিশের জানায়, তিনি সম্ভবত অবসাদে ভুগছিলেন। ৩০ জানুয়ারির ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের এক চিকিৎসক-পড়ুয়ার মৃত্যু ,এবার হস্টেলে।