কোচবিহার: এবার তুফানগঞ্জের বিজেপি বিধায়ককে ঘিরে বিক্ষোভ তৃণমূলের। বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। তুফানগঞ্জে দলীয় অফিসে আসতেই মালতী রাভা রায়কে ঘিরে বিক্ষোভ তৃণমূলের। বিধায়ককে এলাকায় দেখা যায় না, অভিযোগ বিক্ষোভকারীদের।
দুর্গাপুরে IQ সিটি মেডিক্যাল কলেজের ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ ঘিরে তোলপাড় রাজনীতি
লাঠি হাতে মারমুখী, দু'পক্ষের তরফেই ক্রমাগত চলছে পাথরবৃষ্টি। আর উঠছে স্লোগান। গো ব্য়াক গো ব্যাক , মালতী রাভা হায় হায়। তুফানগঞ্জের হার্মাদদের ধোলাই হবে, পিটাই হবে। দুর্গাপুরে IQ সিটি মেডিক্যাল কলেজের ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ ঘিরে তোলপাড় রাজনীতি। দুর্গাপুরের ঘটনার প্রতিবাদে সোমবার তুফানগঞ্জ থানায় স্থানীয় বিজেপি বিধায়ক মালতী রাভা রায়ের নেতৃত্বে ডেপুটেশন কর্মসূচি ছিল। ডেপুটেশন কর্মসূচির জন্য যখন বিজেপি নেতা-কর্মীরা পার্টি অফিসে জড়ো হয়
অবস্থানগতভাবে তুফানগঞ্জ থানার অদূরেই পাশাপাশি তৃণমূল ও বিজেপির পার্টি অফিস। ডেপুটেশন কর্মসূচির জন্য যখন বিজেপি নেতা-কর্মীরা পার্টি অফিসে জড়ো হয়। তখন পার্টি অফিসের বাইরে স্লোগান দিতে শুরু করে তৃণমূল। এক বিজেপি কর্মীকে বে়ধড়ক মারধর করা হয়। কিল, লাথি, মাটিতে ফেলে মার, বাদ যায়নি কিছুই। এরপর সেখান থেকে বেরিয়ে যায় তুফানগঞ্জের বিজেপি বিধায়ক মালতী রাভা রায়। কিছুক্ষণের মধ্য়েই মিছিল করে ফিরে আসেন। স্লোগান দিতে থাকেন বিজেপি কর্মী-সমর্থকরা।
বিজেপি ও তৃণমূলের মিছিল মুখোমুখি চলে এলে ধুন্ধুমার বেঁধে যায় তুফানগঞ্জের হার্মাদদের ধোলাই হবে, পিটাই হবে। এরপরই বিজেপি ও তৃণমূলের মিছিল মুখোমুখি চলে এলে ধুন্ধুমার বেঁধে যায়। মারমুখী হয়ে ওঠেন দু'পক্ষই। শুরু হয় পাথরবৃষ্টি। ঘটনার প্রতিবাদে তুফানগঞ্জের থানা মোড় এলাকায় পথ অবরোধ করে বিজেপি। তুফানগঞ্জ বিজেপি বিধায়ক মালতী রাভা রায় বলেন,তৃণমূল গুন্ডাগিরি করছে। তৃণমূলও শূন্য হয়ে যাবে। মাথাভাঙা তুফানগঞ্চ শহর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি গৌতম সরকার বলেন, বিধায়ক আসেননা কোনও কাজ করেন না। সাধারণ মানুষ গো ব্যাক স্লোগান তুলেছে। সংঘর্ষের মাঝে পড়ে এদিন আহত হন এক পুলিশ কর্মী।
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)